Kaushani Mukherjee

তিনিও কৌশানী মুখোপাধ্যায়! কাজ পেতে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে সমনাম? কী বললেন ‘কালরাত্রি’র অভিনেত্রী?

বলিউডে যদিও দুই রণবীরই (কপূর ও সিংহ) নিজের পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন। কিন্তু টলিউডের এক কৌশানী কি বিড়ম্বনায়? নাম ও পদবী দুটোই মিলে গিয়ে কি সমস্যা হচ্ছে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৯
দুই অভিনেত্রীর একই নামে বিভ্রাট?

দুই অভিনেত্রীর একই নামে বিভ্রাট? ছবি: সংগৃহীত।

‘কালরাত্রি’ ও ‘ডাইনি’— দু’টি কাজে পরিচিতি পেয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। মঞ্চেই অভিনয়ের হাতেখড়ি তাঁর। তার পরে ওটিটি। কিন্তু নাম নিয়ে কি তাঁকে টলিপাড়ায় সমস্যায় পড়তে হয়েছে? কাজ পাওয়ার ক্ষেত্রেও কি নিজের নামটা বাধা হয়ে দাঁড়িয়েছে?

Advertisement

বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে নাম বদলে নিয়েছিলেন কিয়ারা আডবাণী। বাবা-মা তাঁর নাম রেখেছিলেন আলিয়া। কিন্তু তিনি যখন বলিউডে পা রাখছেন, তত দিনে শক্ত ভিত তৈরি হয়ে গিয়েছে আলিয়া ভট্টের। সলমন খান তখন কিয়ারাকে পরামর্শ দিয়েছিলেন নাম বদলে ফেলার। না হলে কাজ পেতে অসুবিধা হতে পারে। এই একই কথা কি কৌশানী ভেবেছেন? বা তাঁকে কি কেউ এমন কোনও পরামর্শ দিয়েছেন? বলিউডে যদিও দুই রণবীরই (কপূর ও সিংহ) নিজের পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছেন। কিন্তু কৌশানীর ক্ষেত্রে তো নাম ও পদবী দুটোই মিলে গিয়েছে ‘বহুরূপী’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে!

‘কালরাত্রি’র কৌশানী জানান, বাবা-মায়ের দেওয়া নামটি তাঁর খুবই পছন্দের। তাঁর কথায়, “কাজের জায়গায় আমাকে এখনও কেউ নাম বদলে ফেলতে বলেননি। আমার মাথাতেও আসেনি। কারণ, বাবা-মায়ের দেওয়া এই নামটা আমি ভালবাসি। তবে হ্যাঁ, বন্ধুবান্ধবেরা বলেছে। কারণ, ওদের মধ্যে সংশয় তৈরি হয় মাঝেমধ্যে। হয়তো কোনও পোস্টারে দেখল নামটা। ওরা হয়তো ভেবে বসে, আমি কাজটা করছি। উল্টোটাও হয়েছে। সংশয় হয়েছে ঠিকই। কিন্তু কাজ পেতে কোনও অসুবিধা হয়নি।”

‘বহুরূপী’র নায়িকা কৌশানী ভেবে বেশ কিছু মানুষ ফোন করেছেন তাঁকে। তবে সেগুলি কাজ সংক্রান্ত নয়। অভিনেত্রী বলেন, “ওঁর জন্মদিনে আমার কাছে প্রায়ই বেশ কিছু ব্যক্তি ফোন করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের জানিয়েছি, আমি অন্য কৌশানী। এই ধরনের সংশয় তৈরি হয়েছে ঠিকই। তবে তাতি আমি চিন্তিত নই। মনেও হয়নি, এতে কাজের কোনও সমস্যা হতে পারে।”

‘কালরাত্রি’র কৌশানী সমাজমাধ্যমে তাঁর নামের সঙ্গে জুড়ে রেখেছেন ডাকনাম— জ়ানজিন। সংশয় কাটাতেই এই নামটি জুড়ে রেখেছেন তিনি? অভিনেত্রীর উত্তর, “ক্যামেরার সামনে আসার বহু আগে থেকেই এই ডাকনামটি আমি ব্যবহার করে আসছি। কাজের জায়গায় এই নাম ব্যবহার করিনি। শুধু ‘ডাইনি’ সিরিজ়ের ক্রেডিট-এ আমার নামের সঙ্গে ডাকনামটা ব্যবহার করা হয়েছিল। হয়তো সংশয় যাতে তৈরি না হয়, তাই ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমি নিজে কখনও কাউকে বলিনি। এই ডাকনামটা বাবার দেওয়া, এটাও আমার খুব পছন্দের। তাই ব্যবহার করি।”

সম্প্রতি মুক্তি পেয়েছে এই কৌশানীর সিরিজ় ‘কালরাত্রি ২’। এ ছা়ড়াও ‘নিকষছায়া ২’তেও কাজ করেছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন