Nimrit Kaur Ahluwalia

‘কলেজ ছাত্রীদের নিতম্ব স্পর্শ করে কুকথা বলত’, হাতে পাথর তুলে নিয়ে কী শিক্ষা দিয়েছিলেন নিমরিত?

পঞ্জাবে কুম্বডা গ্রামের কাছে কলেজ ছিল নিমরিতের। যাতায়াতের পথে কখনও অশ্রাব্য মন্তব্য শুনতে হয়েছে। এমনকি হেনস্থাকারীরা কলেজ ছাত্রীদের নিতম্ব স্পর্শ করে চলে গিয়েছে, এমনও হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৮:৫৪
Nimrit Kaur said some people used to tease the college girls

নিমরিত কৌর ভাগ করলেন ভয়াবহ অভিজ্ঞতা। ছবি: সংগৃহীত।

ভিড় রাস্তায়ও কি মহিলারা নিরাপদ? প্রশ্ন ওঠে বার বার। আরও এক বার সে প্রশ্ন উসকে দিলেন অভিনেত্রী নিমরিত কৌর অহলুওয়ালিয়া। বর্তমানে নিমরিত হিন্দি ও পঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ। কিন্তু তাঁকেও খারাপ স্পর্শের শিকার হতে হয়েছিল একটা সময়ে। সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরলেন তিনি।

Advertisement

কলেজে পড়াকালীন অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল নিমরিতের। নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। পঞ্জাবে কুম্বডা গ্রামের কাছে কলেজ ছিল নিমরিতের। যাতায়াতের পথে কখনও অশ্রাব্য মন্তব্য শুনতে হয়েছে। কখনও ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়ে গিয়েছে হেনস্থাকারীরা। এমনকি কলেজ ছাত্রীদের নিতম্ব স্পর্শ করে চলে গিয়েছে, এমনও হয়েছে। কিন্তু একদিন ধৈর্যের বাঁধ ভেঙে যায় নিমরিতের।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “নানা রকমের অসভ্যতা করা হত। কিন্তু আমিও কম যাই না। একটা ঘটনার কথা মনে আছে। এক বার আমি আর এক বান্ধবী কলেজের বাইরে একটি প্রিন্ট আউট-এর করাচ্ছিলাম। তখন সন্ধে সাড়ে ৭টা বাজে। দু’টি মোটর বাইকে চার জন যুবক এসে দাঁড়ায় এবং আমাদের বিরক্ত করতে শুরু করে। আমি আর সেই দিন থেমে থাকতে পারিনি।”

হাতে একটি বড় পাথর তুলে নিয়ে নিমরিত বলেছিলেন, “চল আমাদের সঙ্গে থানায়। ভয় দেখাতে অনেককেই বলতাম, আমি সেনাপ্রধানের কন্যা। নানা রকমের মন্তব্য করে আমিও ভয় দেখাতাম।”

আইন নিয়ে পড়াশোনা করেছেন নিমরিত। এক আদালতে গিয়েও খারাপ অভিজ্ঞতার মুখে পড়েছিলেন তিনি। এই আইনজীবীর কাছেও হেনস্থার শিকার হয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন