Salman Khan

সলমন খানের জন্য বড় ত্যাগ করেছেন! অভিনয়ের সফর শুরুতেই অন্য অভিজ্ঞতা হয় পলকের

সলমনের প্রযোজনা সংস্থার ছবি ‘অন্তিম’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন পলক। এই ছবির নায়ক ছিলেন সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মা। এই ছবিতে কাজের সময়েই সেই বিশেষ ত্যাগ করেছিলেন পলক।

Advertisement
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৭:৪৭
Salman Khan

সলমনের জন্য বড় ত্যাগ করেছেন পলক? ছবি: সংগৃহীত।

সলমন খানের জন্য বড় ত্যাগ করেছেন পলক তিওয়ারি। ভাইজানের ছবি দিয়েই অভিনয়ের সফর শুরু করেছেন পলক। ছবির নাম ‘কিসিকা ভাই, কিসিকা জান’। তবে ছবিতে অভিনয়ের আগে সলমন খানের প্রযোজনা সংস্থায় সহ-পরিচালের ভূমিকায় কাজ করতেন তিনি। তখনই সলমনের জন্য বিশেষ একটি ত্যাগ করেছিলেন পলক। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী।

Advertisement

সলমনের প্রযোজনা সংস্থার ছবি ‘অন্তিম’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন পলক। এই ছবির নায়ক ছিলেন সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মা। এই ছবিতে কাজের সময়েই সেই বিশেষ ত্যাগ করেছিলেন পলক। কাজের জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি তিনি। এই প্রসঙ্গে পলক সাক্ষাৎকারে বলেছেন, “পয়সা আবার কী জিনিস! সলমন খানের উপস্থিতিতে আমি সেখানে থাকতে পারছি। এর পরেও আমি টাকা চাইব? আর তা ছাড়া, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। আমি কী এমন করতাম, যার জন্য ওরা আমাকে টাকা দেবে!”

এখানেই শেষ নয়। সলমনের ভূয়সী প্রশংসা করে পলক বলেন, “একটা গোটা ছবি আমি ওঁর সঙ্গে করেছি। যখনই ওর সঙ্গে দেখা হয়েছে অথবা তিনি আমাকে কোনও মেসেজ পাঠিয়েছেন, আমি হতভম্ব হয়ে গিয়েছি। সাধারণত তারকাদের দেখে আমি হতভম্ব হয়ে যাই না। আমার সামনে যে কাউকে বসিয়ে দিতে পারেন। কিন্তু, আমার সামনে সলমন খান থাকলে আমি বাক্‌রুদ্ধ হয়ে যাই। আমার ব্যক্তিত্ব সম্পূর্ণ বদলে যায়। তার পরে তিনিই আশ্বস্ত করে বলেন, ‘ধীরে সুস্থে কথা বলো’।”

সলমন খানের ভক্ত পলক। তাই তাঁর ছবি থেকেই বলিউডের সফর শুরু করতে পেরে ধন্য অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন