Payel Ghosh on Anurag Kashyap

‘সম্মতি ছাড়া মহিলাদের গায়ে হাত দেন, অনুরাগ বিরক্তিকর’, ‘ব্রাহ্মণ’ বিতর্কে শাস্তি চান পায়েল

কয়েক বছর আগে অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন পায়েল। এ বার ‘ব্রাহ্মণ’ বিতর্কে মুখ খুললেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:২২
Actress Payel Ghosh slams Anurag Kashyap for his comment on Brahmin

অনুরাগকে কটাক্ষ পায়েল ঘোষের। ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে অনুরাগ কাশ্যপ। প্রতীক গান্ধীর ছবি ‘ফুলে’-র ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ব্রাহ্মণদের উপর ক্ষোভ উগরে দেন পরিচালক। তার পর থেকেই কটাক্ষের মুখে তিনি। মন্তব্যের জন্য অনবরত হুমকিও পেয়েছেন তিনি। এ বার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী পায়েল ঘোষ। কয়েক বছর আগে অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন পায়েল। এ বার ‘ব্রাহ্মণ’ বিতর্কে মুখ খুললেন তিনি।

Advertisement

বিতর্কের সূত্রপাত ‘ফুলে’ ছবিকে কেন্দ্র করে। জ্যোতিরাও ফুলের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। কিন্তু ছবি নিয়ে আপত্তি জানান ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। তার জেরেই সিবিএফসি থেকে ছাড়পত্র পেতে দেরি হয়। এই প্রসঙ্গেই অনুরাগ মন্তব্য করেছিলেন, “ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি।” পায়েল দাবি করেছেন, এই মন্তব্যের জন্য অনুরাগকে সমাজ থেকে এবং বলিউড থেকে বয়কট করে দেওয়া উচিত।

পায়েল বলেছেন, “অনুরাগ কাশ্যপ বরাবরই খুবই খারাপ ও বিরক্তিকর একটা মানুষ। তাই আমি অবাক হইনি। হিন্দু ধর্মে আমরা মহিলাদের দেবী বলে মানি। কিন্তু তিনি তো সম্মতি ছাড়াই মহিলার উপর চড়াও হতে পারেন। তাই তিনি ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন, এই জেনে কি আমার অবাক হওয়ার আছে? তিনি যা বলেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের মানুষের সমাজে বা বলিউডে জায়গা হওয়াই উচিত নয়।”

পায়েল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “ওঁকে ছাড়াই এই ইন্ডাস্ট্রি ভাল থাকবে। অন্যদের প্রতি যাঁদের কোনও সম্মান নেই, তাঁদের এখানে দরকার নেই। বহু খারাপ কাজ করে পার পেয়ে গিয়েছেন। কিন্তু কর্মফল তো ভুগতেই হবে। আশা করছি কড়া পদক্ষেপ করা হবে।”

Advertisement
আরও পড়ুন