Tollywood News

পথকুকুরদের খাওয়াতে গিয়ে হেনস্থার শিকার হন সায়ন্তনী-ইন্দ্রনীল! সেই সমস্যা মিটল?

কসবা রাজডাঙা এলাকায় পথকুকুরদের খাওয়াতে গিয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। চরম হেনস্থা হতে হয়েছিল সায়ন্তনী মল্লিক এবং ইন্দ্রনীল মল্লিককে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৮
ইন্দ্রনীল-সায়ন্তনীর সমস্যা কি মিটল?

ইন্দ্রনীল-সায়ন্তনীর সমস্যা কি মিটল? ছবি: সংগৃহীত।

প্রায় ১৪ দিন আগের ঘটনা। পথকুকুরদের খাওয়াতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। কসবা রাজডাঙা এলাকায় ঘটেছিল এই ঘটনা। দু’পক্ষই থানায় অভিযোগ জানিয়েছিলেন। দু’সপ্তাহ পরে এই সমস্যার কি সমাধান হল?

Advertisement

সায়ন্তনী এবং ইন্দ্রনীল জানিয়েছেন, কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। সায়ন্তনী বলেন, “দু’পক্ষই এফআইআর তুলে নিয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। ওঁরাও পরিস্থিতির কথা বুঝেছেন। আগামী দিনে এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই আশ্বাসও দেওয়া হয়েছে আমাদের। ব্যস এটুকুই। অবলা প্রাণীগুলোকে যাতে অসুবিধায় পড়তে না হয়, সেটা দেখাই আমাদের মুখ্য উদ্দেশ্য।”

কী ঘটেছিল সে দিন? পথকুকুরদের খাওয়াতে গিয়েছিলেন তাঁরা। তখনই তাঁদের আক্রমণ করা হয়েছিল। সে সময় সায়ন্তনী বলেছিলেন, “আমার দ্বিতীয় বার স্ট্রোক হতে পারত। রীতিমতো গায়ে হাত তুলেছেন। ওঁদের দাবি, পাড়ায় এসে কুকুরদের খেতে দেওয়া যাবে না। কোনও একটি কুকুর নাকি কবে এক জনকে কামড়ে দিয়েছিল। তাই তাঁরা কোনও ভাবেই চান না, খেতে দেওয়া হোক ওদের। আমাদের বাধা দিতে গিয়ে গায়ে তোলা হয়েছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

গুরুতর চোট পেয়েছিলেন সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল। সঙ্গে সঙ্গে হাসপাতালেও যান তাঁরা। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সব মেটার পরে আপাতত একটু স্বস্তিতে দু’জনে।

Advertisement
আরও পড়ুন