Srabanti Chatterjee

প্রশিক্ষণ নেননি, তবু ঝুলিতে হিট ‘আইটেম’ গান, কী ভাবে অসাধ্য সাধন করলেন নায়িকা?

২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস। বিশেষ দিনে নাচের প্রতি ভালবাসার কথাই ব্যক্ত করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
Srabanti Chatterjee

কার থেকে নাচ শিখলেন শ্রাবন্তী? ছবি: সংগৃহীত।

প্রথাগত নাচের প্রশিক্ষণ তিনি কোনও দিন নেননি। কিন্তু ছোট থেকেই নাচের প্রতি এক অদ্ভুত টান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপধ্যায়ের। মূলধারার বাণিজ্যিক ছবির মুখ তিনি। তাঁর কেরিয়ারের বয়স প্রায় ২০ বছর। এত বছরের অভিনয়জীবনে বহু বহু হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। যে গানে পা মিলিয়েছেন নায়িকা। কিন্তু তাঁর ঝুলিতে অসংখ্য হুক স্টেপ সেই সঙ্গে আবার ‘আইটেম ডান্স’! প্রশিক্ষণ ছাড়া কী ভাবে এই অসাধ্য সাধন করলেন ? বিশ্ব নৃত্য দিবসে সেই কথাই শোনালেন শ্রাবন্তী।

Advertisement

অভিনেত্রী বলেন, “ছোট থেকেই নাচ করতে আমার খুব ভাল লাগে। কোনও দিন শিখব বলে যদিও কারও ক্লাসে ভর্তি হইনি। তবে দিদিই সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে।” ছোট থেকে দিদির কাছেই নাচ শিখেছেন শ্রাবন্তী। আর তা ছাড়া টিভিতে নাচ দেখে নিজে নিজেই চেষ্টা করতেন বাড়িতে। তাই প্রথাগত প্রশিক্ষণ নেওয়ার কথা মনে হয়নি তাঁর।

অভিনেত্রী বলেন, “সে ভাবে ট্রেনিং নিইনি বলে নাচের শুটিংয়ে প্রথম প্রথম আমার নাচ করতে অসুবিধে হত। তবে এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে। কিন্তু যে যত ভাল নৃত্যশিল্পীই হোন না কেন নতুন কিছু করতে হলে সবারই প্রথমে একটু কঠিন লাগে।” সদ্য মুক্তি পেয়েছে নায়িকার নতুন একটি ‘আইটেম ডান্স’। মাত্র কয়েক দিনেই ‘ডাকাত পড়েছে’ গানটি হিট। এ ছাড়া অনেক বছর আগে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘কোকাকোলা’ গানটি। তা নিয়েও বিপুল আলোচনা হয়েছিল। আর কিছু দিন পরেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘আমার বস’।

Advertisement
আরও পড়ুন