Vidya Balan on Deepika Padukone

আট ঘণ্টার বেশি কাজ নয়! দীপিকা বনাম বঙ্গা বিতর্কে বড় মন্তব্য বিদ্যার, কার পক্ষে তিনি?

সদ্য মা হয়েছেন দীপিকা। সন্তানকে সময় দেবেন, সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই কাজের ক্ষেত্রে কিছু গণ্ডি টেনেছেন। নির্দিষ্ট সময়ের বেশি কাজে রাজি নন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১০:৪৫
দীপিকা-বঙ্গা বিতর্কে বিদ্যা কী বললেন?

দীপিকা-বঙ্গা বিতর্কে বিদ্যা কী বললেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করতে রাজি নন দীপিকা পাড়ুকোন। এর পর থেকেই সমাজমাধ্যম জুড়ে শুরু হয়েছে দীপিকা বনাম সন্দীপ রেড্ডি বঙ্গা তরজা। কারণ পরিচালকের ‘স্পিরিট’ ছবিতে অভিনয় করার জন্য কয়েকটি শর্ত রেখেছিলেন দীপিকা। দিনে ৮ ঘণ্টা শুটিং করবেন এবং ২০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। সমস্যার সূচনা এখানেই। ছবির নির্মাতারা মেনে নেননি অভিনেত্রীর দাবি। তার পরেই বাদ পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে দীপিকার নাম না করে তাঁকে ‘নারীবাদ’ নিয়েও খোঁচা দিয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। এই তরজায় শামিল হয়েছেন অনেকেই। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন বিদ্যা বালন।

Advertisement

সদ্য মা হয়েছেন দীপিকা। সন্তানকে সময় দেবেন, সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই কাজের ক্ষেত্রে কিছু গণ্ডি টেনেছেন। নির্দিষ্ট সময়ের বেশি কাজে রাজি নন তিনি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। মায়েরা ঠিক কত ঘণ্টা কাজ করবেন। নির্দিষ্ট কয়েক ঘণ্টা কাজ করতে চাইলে, তার মধ্যে ভুল কিছু নেই। একদম ঠিক আছে।”

বিদ্যা আরও বলেন, “প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই এই ব্যবস্থা করা হচ্ছে, যাতে নতুন মায়েদের আমরা কাজের জগৎ থেকে হারিয়ে না ফেলি। মহিলাদের জন্য এটা হওয়া খুবই জরুরি।”

বিদ্যা নিজে অবশ্য ১২ ঘণ্টা কাজ করতে রাজি কারণ তিনি নিজে এখনও মা হননি। কাঁর কথায়, “আমরা যে ধরনের ছবিতে কাজ করি, সেখানে আট ঘণ্টায় কাজ শেষ করার সামর্থ নেই আমাদের। আমি তো মা নই। তাই আমার ১২ ঘণ্টা কাজ করতে অসুবিধা নেই।”

উল্লেখ্য, আগামী দিনে বিদ্যাকে দেখা যাবৈ ‘রাজা শিবাজী’ নামের একটি ছবিতে। নাম ভূমিকায় রয়েথেন রিতেশ দেশমুখ।

Advertisement
আরও পড়ুন