Esha Deol Bharat Takhtani Spending Sunday Together

১২ বছরের দাম্পত্য ভাঙার পর ‘পারিবারিক রবিবার’ কাটালেন ঈশা-ভরত, জুড়ছে সম্পর্ক?

রবিবার মুম্বইয়ের এক রেস্তরাঁয় একসঙ্গে দেখা মিলল ঈশা ও ভরতের। সঙ্গে ছিলেন ঈশার বোন অহনা ও এক বন্ধু। ফের কি ভাঙা পরিবার জুড়বে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১২:৪৪
সম্পর্ক জোড়া লাগছে ঈশা ও ভরতের? ছবি: সংগৃহীত।

সম্পর্ক জোড়া লাগছে ঈশা ও ভরতের? ছবি: সংগৃহীত।

১২ বছরের দাম্পত্য ভেঙেছে আগেই। ঈশা দেওলের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কেও জড়িয়েছেন ভরত তখতানী। প্রাক্তন হলেও বন্ধুত্ব যে এখনও অটুট, তা বোঝা গেল ভরতের ইনস্টাগ্রামের স্টোরিতে। রবিবার কাটালেন একসঙ্গে। তা হলে কি সম্পর্ক জোড়া লাগতে পারে আবার?

Advertisement

রবিবার মুম্বইয়ের এক রেস্তরাঁয় একসঙ্গে দেখা মিলল ঈশা ও ভরতের। সঙ্গে ছিলেন ঈশার বোন অহনা ও এক বন্ধু। তাঁদের চার জনকে একসঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে ছবি তুলতে দেখা যায়। শুধু তা-ই নয়, এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে ভরত লেখেন, ‘পারিবারিক রবিবার’। নেটাগরিকদের প্রশ্ন, তা হলে সম্পর্ক জুড়ছে তাঁদের? যদিও বাকিদের মতে, ঈশা ও ভরতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও রয়েছে। সেই কারণেই ছুটির দিন একসঙ্গে কাটান তাঁরা। সেই সঙ্গে তাঁরা তাঁদের সন্তানদের কথা মাথায় রেখেও নিজেদের সম্পর্ক মসৃণ রেখেছেন।

বন্ধুদের সঙ্গে ভরত ও ঈশা।

বন্ধুদের সঙ্গে ভরত ও ঈশা। ছবি: ইনস্টাগ্রাম

২০১২ সালের ২৯ জুন শিল্পপতি ভরতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ব়ড় মেয়ে। তারকাখচিত বিয়ের আসরে হাজির ছিলেন নামী ব্যবসায়ীরাও। যদিও ২০২৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। ঈশা ও ভরতের দুই সন্তান রয়েছে।

Advertisement
আরও পড়ুন