Pallavi Sharma

চার মাস হল পর্দা থেকে দূরে পল্লবী, কী ভাবে সময় কাটাচ্ছেন ‘নিমফুলের মধু’র পর্ণা?

অভিনেত্রী পল্লবী শর্মা এখন পরিচিত পর্ণা নামে। তাঁকে এত দিন দর্শক দেখেছেন ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে। এখন পর্দা থেকে দূরে তিনি। কী ভাবে কাটাচ্ছেন সময়?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:১২
after Neem Phuler Modhu how is pallavi Sharma spending her time

আবার কবে ধারাবাহিকে ফিরছেন পল্লবী? ছবি: সংগৃহীত।

ফেব্রুয়ারিতে শেষ হয়েছে ‘নিমফুলের মধু’ ধারাবাহিকের শুটিং। মাঝে কেটে গিয়েছে প্রায় চার মাস। অভিনেত্রী পল্লবী শর্মাকে শেষ দর্শক দেখেছেন বেশ কিছু দিন আগে। এখন কোথায় অভিনেত্রী? কী ভাবে দিন কাটছে তাঁর? পল্লবীর প্রথম ধারাবাহিক ছিল ‘কে আপন কে পর’। প্রায় পাঁচ বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। তার পরের ধারাবাহিকও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। কাজ শেষে কিছু দিনের ছুটি কাটাচ্ছেন পল্লবী। একটা ধারাবাহিক শেষ হতে না হতে নতুন কাজে হাত দিতে চান না অভিনেত্রী। নিজের জন্য সময় চান। মানসিক স্বাস্থ্য, শরীরচর্চা— সব দিক থেকে নিজেকে বিশ্রাম দিতে চান। তাই ‘নিমফুলের মধু’ শেষ হওয়ার পর এখনই কিছু শুরু করতে চাইছেন না অভিনেত্রী। এখন কী ভাবে দিন কাটাচ্ছেন পল্লবী?

Advertisement

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “এক বার কাজ শুরু হয়ে গেলে ছুটি পাওয়া যায় না। তাই নিজেকে কিছু সময় দিতে চাই।” ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। দাদা-বৌদি থাকেন হাওড়ায়। কাজের সূত্রে তিনি কলকাতাতে থাকেন। এখানে তাঁর একার সংসার। দীর্ঘ দিন পিসির কাছে থাকতেন। নিজের সঙ্গ তিনি খুবই উপভোগ করেন। অভিনেত্রী বললেন, “বেড়াতে যেতে আমি খুব ভালবাসি। কিন্তু এই বছর দেশে এত ঝামেলা চলছে। তাই বেশি কোথাও ঘুরতে যাইনি। নেপাল ঘুরতে গিয়েছিলাম কিছু দিনের জন্য।” আপাতত বাড়িতেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কয়েক দিনের জন্য দাদার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। ভাইপো-ভাইঝিদের গরমের ছুটি। পিসির সঙ্গে সময় কাটাতে পারলে তারাও খুশি হবে। পল্লবী যোগ করলেন, “ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই নানা কাজের সুযোগ আসছে। কিন্তু এখন আমি নিজেকে সময় দিতে চাই। কারণ, একটানা শুটিং করার ফলে আমাদের মানসিক চাপ তৈরি হয়। আর কাজ শুরু হয়ে গেলে মাঝে আমি ছুটি নিতে চাই না। তাই আপাতত কিছু দিন নিজের মতো সময় কাটাব।” পল্লবী জানিয়েছেন, শীঘ্রই আবার ছোট পর্দায় ফিরবেন তিনি।

Advertisement
আরও পড়ুন