Dev

‘...এ বার বিদায়’, দেবের বক্তব্যে কিসের ইঙ্গিত! রঘু ডাকাতের শুটিং সেরেই বড় সিদ্ধান্ত অভিনেতার

সদ্য তাইল্যান্ড থেকে গানের শুটিং সেরে ফিরেছেন অভিনেতা দেব। তাঁর নতুন ছবি নিয়ে কৌতূহলের শেষ নেই। এর মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন নায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৮:৩৯
After ten months actor Dev took big decision and shares on facebook

কী এমন সিদ্ধান্ত নিলেন দেব? ছবি: সংগৃহীত।

প্রতিটি ছবির আগে নিজেকে ভেঙেচুরে অন্য ভাবে দর্শকের সামনে আনার প্রচেষ্টায় থাকেন অভিনেতা দেব। কখনও ওজন বাড়িয়ে নেন। কখনও আবার একেবারে ছিপছিপে হওয়ার চেষ্টা করেন। ‘গোলন্দাজ’ ছবিতে নিজেকে গড়েপিঠে নিয়েছিলেন নায়ক, আবার ‘কিশমিশ’ ছবির জন্য নিজেকে কলেজ ছাত্র হিসাবে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। তেমনই ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ ছবির জন্যও অনেক কসরত করেছেন দেব। রেখেছিলেন মুখভর্তি দাড়ি। ছবির প্রিমিয়ার হোক কিংবা সাকসেস পার্টি—সর্বত্র এক গাল দাড়ি নিয়ে রঘু ডাকাতের লুকে হাজির হচ্ছিলেন অভিনেতা।

Advertisement
After ten months actor Dev took big decision and shares on facebook

ভোল বদলে, নতুন রূপে কবে দেখা দেবেন অভিনেতা? ছবি: ফেসবুক।

শুক্রবার মাঝ রাতে তাইল্যান্ড থেকে ছবির গানের দৃশ্যের শুটিং করে ফিরেছেন নায়ক। ফিরে এসেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। একেবারে ভোল বদলের সিদ্ধান্ত। এত দিন তাঁকে এমন লুকে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল অনুরাগীদের চোখ। শনিবার বিকেলে একটি নিজস্বী পোস্ট করেছেন তিনি সমাজমাধ্যমে। গায়ে একটু সুতো পর্যন্ত নেই। মেদহীন পেটের প্রতিটা খাঁজ স্পষ্ট। গলায় সরু চেন আর বাঘনখ লকেট। আয়নার সামনে ট্রিমার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা।

সেই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ছবি পোস্ট করে দেব লেখেন, “১০ মাস পরে... এ বার বিদায় জানানোর পালা।”

এমন বিদায়ে অবশ্য তেমন মন খারাপ নেই। বোঝাই যাচ্ছে দাড়ি কেটে এ বার পরিষ্কার মুখে দেখা দেবেন তিনি। ফের নতুন চেহারায়, নতুন রূপে। কিন্তু তার আগে দেবের এমন নির্মেদ আদুল চেহারা দেখে তাঁর অনুরাগীরা আপ্লুত। সমাজমাধ্যমে মন্তব্য বাক্সে উপচে পড়ছে অনুসরণকারীরা ভালবাসা। প্রিয় অভিনেতাকে যে ‘দারুন’ দেখতে লাগছে, তা জানিয়েছেন অকপটে।

Advertisement
আরও পড়ুন