Gaurav Khanna-Akansha Chamola

সন্তান চান না স্ত্রী! বাবা হওয়ার ইচ্ছা নিয়েই সমস্যা? বিচ্ছেদের পথে হাঁটছেন গৌরব ও আকাঙ্ক্ষা?

আকাঙ্ক্ষা সন্তান চান না। অন্য দিকে গৌরব বাবা হওয়ার স্বপ্ন দেখেন। ‘বিগ বস্‌’-এর ঘরে এসেও এ কথা জানিয়েছিলেন গৌরব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:০৭
সন্তান নিয়ে গৌরব-আকাঙ্ক্ষার মধ্যে চিড়?

সন্তান নিয়ে গৌরব-আকাঙ্ক্ষার মধ্যে চিড়? ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদের পথে গৌরব খন্না ও আকাঙ্ক্ষা? কিছু দিন আগেই মুম্বইয়ের বেশ কয়েকটি অনুষ্ঠানে হাতে হাত রেখে পরস্পরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। হিন্দি ছোটপর্দার জগতে তাঁরা ‘পাওয়ার কাপল’ হিসাবেই পরিচিত। ‘বিগ বস্‌ ১৯’-এর ঘরেও গৌরবের সঙ্গে দেখা করতে এসেছিলেন আকাঙ্ক্ষা চমোলা। তাঁদের রসায়নও পছন্দ হয়েছিল দর্শকের। কিন্তু হঠাৎ তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন। কেন?

Advertisement

জানা গিয়েছে, আকাঙ্ক্ষা নাকি সন্তান চান না। অন্য দিকে গৌরব বাবা হওয়ার স্বপ্ন দেখেন। ‘বিগ বস্‌’-এর ঘরে এসেও এ কথা জানিয়েছিলেন গৌরব। অভিনেতা এ-ও জানিয়েছিলেন, তিনি সন্তান চান ঠিকই, কিন্তু স্ত্রীকে এতই ভালবাসেন যে বাবা হওয়ার আশা পূর্ণ না হলেও চলবে। কিন্তু তাঁর মধ্যে নাকি বাবা হতে না পারার হতাশা রয়েছে, দাবি করেছিলেন অনুরাগীরা। অন্য দিকে, আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, সন্তান একটা বড় দায়িত্ব। তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত নন। ভবিষ্যতেও প্রস্তুত হবেন কি না জানেন না। কর্মজীবনে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু গৌরব ও আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সেই বোঝাপড়া রয়েছে। তবে এ বার অভিনেত্রীর একটি মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

একটি পোস্টে আকাঙ্ক্ষা লেখেন, “যে সম্পর্ক শুধুই প্রয়োজনের খাতিরে তৈরি হয়, সেখানে সব সময়ে মনকে ত্যাগ করতে হয়।” গৌরবের অনুরাগীদের দাবি, বৈবাহিক সম্পর্ক নিয়েই আকাঙ্ক্ষা এই পোস্ট করেছেন। সন্তানের বিষয়টি নিয়েই গৌরব-আকাঙ্ক্ষার মধ্যে সমস্যা শুরু হয়েছে বলে তাঁদের অনুমান। গৌরবের তরফ থেকে অবশ্য কোনও মন্তব্য মেলেনি। তবে নেটাগরিকের একাংশের দাবি, নিজের নতুন কোনও কাজের প্রচার করতেই এই পোস্ট করেছেন গৌরব-পত্নী।

Advertisement
আরও পড়ুন