Alia Bhatt

মায়ের কর্তব্যপালনের তাগিদ! রাহার জন্য নতুন বছরে কোন বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া ভট্ট?

মা হওয়ার পরে বিরতি নেননি সে ভাবে। বরং, একের পর এক কাজ করে গিয়েছেন। মেয়ে রাহার বয়স এখন তিন বছর। এ বার নিজের কর্মজীবনের গতি কমালেন আলিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৩:১৯
নতুন বছরে নতুন সিদ্ধান্ত আলিয়ার।

নতুন বছরে নতুন সিদ্ধান্ত আলিয়ার। ছবি: সংগৃহীত।

২০২২ সালে মা হয়েছেন আলিয়া ভট্ট। তখন ‘রকী অউর রানী কী প্রেম কহানী’ ছবির শুটিং চলছিল। মা হওয়ার মোটামুটি তিন মাসের মধ্যেই পুরনো শারীরিক গঠনে ফিরে আসেন অভিনেত্রী। আবার শুটিং শুরু করেন। তার পরে সে ভাবে বিরতিও নেননি তিনি। মেয়ে রাহার বয়স এখন তিন বছর। এ বার কি মেয়েকে সময় দিতে কর্মজীবনে বিরতির সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

Advertisement

একেবারে বিরতি না নিলেও কাজের পরিমাণ কমাবেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী ঘোষণা করেছেন, তিনি আর খুব বেশি কাজে হাত দেবেন না। বছরে একটা করেই ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। তিনি এখন মা হয়েছেন, মেয়েকে সময় দেওয়ার তাগিদ অনুভব করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। আলিয়া বলেন, ‘‘আগে বছরে একসঙ্গে তিনটে করে ছবি করতাম। সেটাই স্বাভাবিক মনে হত। এখন মা হওয়ার পরে জীবনের গতি অনেক ধীর করেছি।’’ এখন বছরে তিনটে ছবিতে কাজ করার তাগিদ বা প্রয়োজনীয়তা অনুভব করেন না তিনি।

এই মুহূর্তে আলিয়ার হাতে দুটি ছবির কাজ রয়েছে। একটি ‘আলফা’, অন্যটি ‘লভ অ্যান্ড ওয়ার’। ‘আলফা’ ছবি করার সময় বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে এই ধরনের ছবি করতেই বিশেষ আগ্রহী আলিয়া। ‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘ ও ববি দেওলকে। অন্য দিকে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে রণবীর কপূর ও ভিকি কৌশলকে। শোনা যাচ্ছিল ২০২৬ সালেই মুক্তি পাবে এই ছবি। কিন্ত এখন শোনা যাচ্ছে, সেই ছবির মুক্তি কিছুটা পিছিয়ে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন