Amitabh Bachchan

নিধি, সমান্থার পরে এ বার অমিতাভ! গুজরাতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন বর্ষীয়ান অভিনেতা

প্রিয় তারকাকে কাছে পেলেই যেন বার বার নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছেন অনুরাগীরা! হায়দরাবাদ থেকে গুজরাত— সর্বত্রই এক ঘটন। এ বার হেনস্থার মুখে অমিতাভ বচ্চন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ২০:২২
অমিতাভ বচ্চনের।

অমিতাভ বচ্চনের। ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগেই তেলুগু ছবির জনপ্রিয় নায়িকাকে ঘিরে ধরে থিকথিকে ভিড়। নিজের আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন নিধি আগরওয়াল। ঘটনার নিন্দা করা হয় বিভিন্ন মহলে। কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় সমান্থা রুথ প্রভু ও থলপতি বিজয়ের সঙ্গেও। এ বার উন্মত্ত অনুরাগীদের আচরণে রীতিমতো হেনস্থার শিকার হলেন অমিতাভ বচ্চন।

Advertisement

‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় সিজ়নের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই সুরতে যান অমিতাভ। অভিনেতার সুরত সফরের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে অনুষ্ঠানকক্ষে প্রবেশ করার সময় অমিতাভকে ঘিরে ধরেছে অপেক্ষারত জনতা। তাঁকে সামনে এগিয়ে নিয়ে যেতে রীতিমতো কালঘাম ছোটার জোগাড় হচ্ছে নিরাপত্তারক্ষীদের। ভিড়ের চাপে খানিক্ষণের জন্য থমকে যেতে বাধ্য হন অভিনেতা। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে নিন্দার ঝড়। অভিনেতার অনুারগীদের একজন লেখেন, ‘‘ওঁকে একটু ছেড়ে দিন, মানুষটার তো ৮৩ বছর বয়স।’’ যদিও গোটা ঘটনা খুব সাবধানে সামাল দিয়েছেন তিনি। তাঁর চোখেমুখে একবারও বিরক্তির ছাপ পড়েনি।

শুক্রবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। টেনিস বল দিয়ে খেলা টি-১০ ক্রিকেটকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে চলবে এই প্রতিযোগিতা, যা ভারতের ‘স্ট্রিট ক্রিকেট’ সংস্কৃতির উদযাপন বলেই জানানো হয়েছে আইএসপিএল-এর তরফে।

Advertisement
আরও পড়ুন