Amitabh Bachchan

বিপুল ভোটে জিতেও রাজনীতি ত্যাগ করেছিলেন! কেন বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ বচ্চন?

১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন অমিতাভ। সেই বছরেই লোকসভা নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৯
Amitabh Bachchan revealed why he left politics

রাজনীতি নিয়ে মুখ খুললেন অমিতাভ। —ফাইল চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। কংগ্রেসে যোগ দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নির্বাচনে। কিন্তু সেই রাজনৈতিক জীবনের মেয়াদ বেশি দিনের ছিল না। কেন অল্প দিনেই রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ?

Advertisement

সম্প্রতি ‘কেবিসি ১৭’-তে এই নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা। রাজনীতিকে ‘কঠিন কাজ’ বলে দাবি করেছেন তিনি। অমিতাভ বলেন, “আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হল এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালবাসতেন। আমি ভোট পেয়ে নির্বাচনে জিতেছিলাম।”

কিন্তু কিছু দিন রাজনীতিতে থেকেই বুঝেছিলেন, এই কাজটি বেশ কঠিন। তাঁর কথায়, “কয়েকদিন পর থেকেই বুঝতে পারি, বেশ কঠিন বিষয় এটা। এ দিক দেখতে হবে, ও দিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে— নানা বিষয় রয়েছে। খুব কঠিন!”

তবে রাজনীতিতে ওই অল্প দিনের অভিজ্ঞতাতেই অমিতাভ বুঝেছিলেন, ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন কেমন। অমিতাভ বলেছেন, “ওই দুটো বছর আমার জন্য খুব দামি। গ্রামের মানুষের জীবনটাকে কাছ থেকে দেখেছিলাম। নির্বাচনে নতুন কেউ লড়তে এলেই, ওঁরা অনেক সম্মান দেন।”

উল্লেখ্য, ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন অমিতাভ। সেই বছরই লোকসভা নির্বাচনে যোগ দিয়েছিলেন তিনি এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়েছিলেন তিনি। অমিতাভের জয়কে বলিউডেও সেই সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। কিন্তু ১৯৮৭ সালে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল তাঁর। সেই সময়েই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

Advertisement
আরও পড়ুন