অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।
বলা হয়, মুম্বই শহর নাকি ঘুমোয় না। তার উপর সেখানে তারকাদের বাস। তাঁরা তো বেশির ভাগ রাতেই হুল্লোড় করেন। কিন্তু অমিতাভ বচ্চন এ সব থেকে দূরে। ইন্ডাস্ট্রিতে প্রায় ছয় দশক কাটিয়েও তিনি বরাবরই নিজেকে নিয়মের মধ্যে বেঁধে রাখেন। রাত আটটার পরে নিজের বাড়ির দরজা বন্ধ করে দেন। তখন বলিউডের কেউই তাঁর বাড়িতে প্রবেশ করতে পারেন না।
সম্প্রতি, অমিতাভের অন্দরমহলের এই খবর জানিয়েছেন তাঁর সহ-অভিনেতা রাজ বুন্দেলা। তিনি জানান, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে ভালবাসেন তিনি। পরনিন্দা পরচর্চার মধ্যে থাকতে চান না অমিতাভ। শুটিংয়ে নিজের কাজ করেন, কাজ শেষ করেই বাড়ি চলে যান। তিনি অমিতাভের সঙ্গে কাজ করার অনুভূতি এখনও ভোলেননি। অমিতাভ এমন একজন অভিনেতা, যিনি তাঁর সংলাপ ভোলেন না। একেবারে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে দাঁড়ান।
রাজের কথায়, ‘‘অমিতজি সর্বদা কাজ শেষ করে বাড়ি ফিরে যেতেন। আর বাড়ি গিয়ে তিনি পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করতেন। এমনকি আমি এমনও শুনেছি যে, তিনি রাত আটটার পরে ইন্ডাস্ট্রির কাউকে তাঁর বাড়িতে আসতে দিতেন না। রাত আটটার পরে তাঁর বাড়ির দরজা নাকি বন্ধ হয়ে যেত। আর এ ভাবেই তিনি পরিবার, সংসার আর অভিনয়জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন।”