Ananya Panday

স্কুলজীবনে সারাকে ভয় পেতেন, এড়িয়ে চলতেন অনন্যা পাণ্ডে! কী এমন করেছিলেন সইফ-কন্যা?

বন্ধুত্ব থাকলেও অনন্যা নাকি সারাকে যমের মতো ভয় পেতেন। সারার নাম শুনলেই ত্রস্ত হয়ে থাকতেন তিনি!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৬
Ananya Panday used to be scared of Sara Ali Khan in school

সারা আলি খান ও অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত।

বলিউডে তাঁদের বন্ধুত্ব নিয়ে বেশ আলোচনা হয়। তবে আজ নয়। সেই স্কুলের সময় থেকে পরিচয় সারা আলি খান ও অনন্যা পাণ্ডের। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুল জীবনের গল্প বললেন অভিনেত্রী। বন্ধুত্ব থাকলেও অনন্যা নাকি সারাকে যমের মতো ভয় পেতেন। সারার নাম শুনলেই ত্রস্ত হয়ে থাকতেন তিনি।

Advertisement

অনন্যার থেকে তিন বছরের বড় সারা। ছোট থেকেই বেশ ডাকাবুকো স্বভাবের ছিলেন অভিনেত্রী। মুখের উপর কথা বলতেন। অনন্যা বলেছেন, “সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনও তাই রয়েছে। তবে স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয় ভয় থাকতাম। ভাবতাম, এই বুঝি আমার সম্পর্কে কিছু বলল।”

স্কুলে এই কারণে সারাকে কিছুটা এড়িয়েই চলতেন অনন্যা। অভিনেত্রীর কথায়, “আমি যদি দেখতাম, সারা কোনও একটা সিঁড়ি থেকে নেমে আসছে, ওই পথ দিয়ে আমি যেতাম না।” প্রথম দিকে অনন্যার নাম জানতেন না সারা। তাঁকে ‘এই’ বলে ডাকতেন সইফ আলি খানের কন্যা।

অনন্যা বলেছেন, “আমার মনে আছে, একসঙ্গে স্কুলে একটা নাটক করেছিলাম। ও-ই মুখ্য চরিত্রে অভিনয় করছিল। আমি বোধহয় ওর মাথায় ছাতা ধরেছিলাম। পিছনে ছিলাম সারার।” এই সময় সারা নাকি অনন্যাকে ‘এই এই’ বলে ডাকতেন এবং খুব রূঢ় ব্যবহার করতেন। যদিও এখন নাকি অনন্যার কাছে সেই কথা স্বীকার করেন না সারা। সারার দাবি, অনন্যার সঙ্গে তিনি নাকি খুব ভালই ব্যবহার করতেন।

স্কুল জীবনের অনেক পরে সারার সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে অনন্যার। কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-তে একসঙ্গে উপস্থিতও হয়েছিলেন দু’জনে। বলিউডে পা রাখার পরে অনন্যার সঙ্গে সারা বন্ধুত্বের ভিত শক্ত করেন। একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন