AR Rahman

জীবনের তাল কেটে গেল রহমানের, ২৯ বছরের দাম্পত্য ভেঙে বিচ্ছেদের পথে তারকা দম্পতি

দেশবাসী থমকে গিয়েছে রহমান আর তাঁর স্ত্রীর বিচ্ছেদের খবর জেনে। কী কারণে বিচ্ছিন্ন তারকা দম্পতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২৩:১৪
সস্ত্রীক এআর রহমান।

সস্ত্রীক এআর রহমান। ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের পথে এআর রহমান। এই খবর জানিয়েছেন তাঁর স্ত্রী সায়রা বানুর আইনজীবী। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানান, তিক্ত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মক্কেল। উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ। এআর রহমানের বিচ্ছেদের খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ গোটা দেশ।

Advertisement

কেন এই বিচ্ছেদ? সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ।

এই জায়গা থেকেই আইনজীবীর অনুরোধ, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।

Advertisement
আরও পড়ুন