AR Rahman

ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য রহমানের! বাবার সমর্থনে এ বার মুখ খুললেন মেয়ে খাতিজা

ধর্মীয় বিভাজনের জন্য গত আট বছরে একাধিক কাজ হারিয়েছেন। এই মন্তব্য করার পর থেকে বিতর্কে রহমান। বাবার হয়ে মুখ খুললেন মেয়ে খাতিজা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:৪১
বাবা রহমানের হয়ে মুখ খুললেন মেয়ে খাতিজ়া।

বাবা রহমানের হয়ে মুখ খুললেন মেয়ে খাতিজ়া। ছবি: সংগৃহীত।

সম্প্রতি, এআর রহমান জানান, ধর্মীয় বিভাজনের জন্য গত আট বছরে একাধিক কাজ হারিয়েছেন। এই মন্তব্য করার পর থেকে বিতর্কে রহমান। একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে থাকে তাঁর দিকে। বিতর্কের মাঝেই এ বার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন তিনি। বার বার জানিয়েছেন, ভারতীয় হিসাবে তিনি কতটা গর্বিত। এ বার বাবার হয়ে মুখ খুললেন মেয়ে খাতিজা রহমান!

Advertisement

সম্প্রতি মলয়ালম ছবির পরিচালক কৈলাস মেনন জানান, লোকে রহমানের কথার ভুল মানে বার করেছেন। পরিচালক লেখেন, ‘‘উনি যা বলেছেন, সেটা তাঁর মনের কথা। হতেই পারে তাঁর সঙ্গে আপনি একমত নন। তা বলে একটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে পারেন না। একমত হতে না পেরে তাঁকে অপমান করছেন, তাঁকে নিয়ে হাসাহাসি করছেন! একজন আন্তর্জাতিক মানের শিল্পীর প্রতি এ কেমন আচরণ? তিনি এমন একজন মানুষ যিনি ভারতীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। পূর্ণ মর্যাদার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং তাঁর কাজের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলেছেন। একজন শিল্পীর তামিল সংস্কৃতি, ভারতীয় সিনেমা এবং বিশ্বসঙ্গীতে কয়েক দশকের অবদান, তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে অদৃশ্য হয়ে যায় না। ’’ পরিচালকের এই পোস্টটি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে রহমান-কন্যা লেখেন, ‘‘১০০ শতাংশ সত্যি।’’

Advertisement
আরও পড়ুন