Sonu Sood

সোনু সুদের নাম জড়াল ১০ লক্ষ টাকার জালিয়াতিতে! ‘মসিহা’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হাজার হাজার আটকে পড়া মানুষকে ঘরে ফিরিয়েছিলেন সোনু। কিন্তু এ বার তাঁর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩
Arrest warrant issued against actor Sonu Sood in Ludhiana

সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ছবি: সংগৃহীত।

আর্থিক জালিয়াতিতে নাম জড়াল সোনু সুদের। ‘মসিহা’ বলে ডাকা হয় তাঁকে। বিশেষ করে করোনা অতিমারির সময় মানুষের যে কোনও বিপদে পাশে দাঁড়িয়েছেন তিনি। হাজার হাজার আটকে পড়া মানুষকে ঘরে ফিরিয়েছিলেন সোনু। কিন্তু এ বার তাঁর বিরুদ্ধেই লুধিয়ানায় গ্রেফতারি পরোয়ানা জারি। ১০ লক্ষ টাকার জালিয়াতির ঘটনায় নাম জড়িয়েছে তাঁর।

Advertisement

জানা গিয়েছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খন্না জালিয়াতির মামলাটি করেছেন। তবে মূল অভিযোগ সরাসরি সোনুর বিরুদ্ধে নয়। তাঁর অভিযোগ, মোহিত শুক্ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তি ওই আইনজীবীকে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে বলেছিলেন। সেই জালিয়াতি মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল। কিন্তু অভিনেতা অনুপস্থিত ছিলেন। তার পর সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এই প্রসঙ্গে সোনু জানিয়েছেন, “একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। সমাজমাধ্যমে যা চলছে সেগুলি অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত করা হয়েছে। আমাকে মাননীয় আদালত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল মাত্র। আমার সরাসরি কোনও সংযোগ নেই ঘটনার সঙ্গে। আমার যে এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক নেই, তা নিয়ে বিশদে বিবৃতি দেওয়া হবে আমার আইনজীবীর পক্ষ থেকে।”

করোনা অতিমারির সময় ‘মসিহা’ তকমা পেয়েছিলেন তিনি। ভিন্রাজ্যে আটকে পড়েছিলেন বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের ফিরিয়েছিলেন সোনু। ভিন্দেশে আটকে পড়া পড়ুয়াদেরও দেশে ফিরিয়েছিলেন তিনি।

সোনুকে শেষ দেখা গিয়েছিল ‘ফতেহ’ ছবিতে। গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। এখনও পর্যন্ত বক্স অফিসে ১২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

Advertisement
আরও পড়ুন