Nusraat Faria detained

ঢাকা বিমানবন্দর থেকে আটক নুসরত ফারিয়া! খুনের চেষ্টার অভিযোগ বাংলাদেশি অভিনেত্রীর বিরুদ্ধে

নুসরতের বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৫:৩৯
Bangladeshi actress Nusrat Faria has been detained from Dhaka Airport

আটক নুসরত ফারিয়। ছবি: সংগৃহীত।

আটক বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া। এ দেশে টলিপাড়াতেও কাজ করেছেন তিনি। অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ। রবিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। তিনি তাইল্যান্ড যাত্রার উদ্দেশে রওনা দিয়েছিলেন। বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

নুসরতের বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় একটি দায়ের মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে আজ আটক করা হয়েছে। গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে।

নুসরতকে আটক করে প্রথমে ভাটারা থানায় নিয়ে আসা হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় অভিনেত্রীকে।

২০১৫ সালে অভিনয়ের সফর শুরু নুসরতের। বাংলাদেশের পাশাপাশি এ পার বাংলাতেও অতিপরিচিত মুখ তিনি। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। জিতের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।

অতনু রায়চৌধুরীর ছবি ‘প্রতীক্ষা’তে দেবের বিপরীতে প্রথমে ভাবা হয়েছিল তাসনিয়া ফারিনকে। কিন্তু গত বছর দুই বাংলার মধ্যে যাতায়াতে অসুবিধা তৈরি হওয়ায় তাসনিয়ার জায়গায় ভাবা হয়েছিল নুসরতকে। কিন্তু তিনিও বাংলাদেশের মানুষ হওয়ায় এই বাংলার কোনও অভিনেত্রীকেই ভাবা হবে বলে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাসনিয়া ফারিনকেই এই ছবিতে দেখা যাবে বলে শোনা গিয়েছিল।

Advertisement
আরও পড়ুন