Bappi Lahiri

হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ কিসের! বাপ্পি লাহিড়ীর শেষ গানে সম্প্রীতির বার্তা

গানটির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই শিল্পী প্রয়াত হন। শেষের দিকে এমন অবস্থা হয়েছিল, বিছানায় শুয়েই গানটি রেকর্ডিং করেছিলেন তিনি। গানটি বিষয়ে এমনই জেদ চেপে গিয়েছিল শিল্পীর

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৭:৩৭
Bappi Lahiri

শেষ শয্যায় রেকর্ড করেছিলেন এই গান। ছবি: সংগৃহীত।

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি, সঙ্গীত জগতে শোকের দিন। এই দিনই প্রয়াত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু জীবনের শেষ বেলাতেও কাজ করে গিয়েছিলেন প্রয়াত শিল্পী। অবশেষে সেই কাজ প্রকাশিত হতে চলেছে। বাপ্পি লাহিড়ীর সঙ্গে এই গানটি গেয়েছেন পার্থ চক্রবর্তী। এই গানটি বর্তমানে খুবই প্রাসঙ্গিক বলে জানান পার্থ।

Advertisement

গানের নাম ‘আল্লাহ আল্লাহ রামা রামা’। বাপ্পি লাহিড়ীর শেষ গান এটিই। জানা গিয়েছে, কলকাতায় বাপি লাহিড়ী একটি ব্যক্তিগত কাজে এসেছিলেন। তখনই শিল্পী পার্থ চক্রবর্তীকে নিয়ে গানটি তৈরি করেন। তবে গানটির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই শিল্পী প্রয়াত হন। শেষের দিকে এমন অবস্থা হয়েছিল, বিছানায় শুয়ে রেকর্ডিং করেছিলেন গানটি। গানটি নিয়ে এমনই ছিল শিল্পীর জেদ ও নিষ্ঠা। সহ-শিল্পী পার্থ সম্প্রতি কলকাতায় গানটির বাকি অংশের রেকর্ডিংয়ের কাজ শেষ করলেন।

বাপ্পি লাহিড়ীর সঙ্গে পার্থ চক্রবর্তী।

বাপ্পি লাহিড়ীর সঙ্গে পার্থ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

এই গানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রয়েছে। জানিয়েছেন পার্থ চক্রবর্তী। তাঁর কথায়, “হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের সম্প্রীতির বার্তা দেবে এই গান। একই বাতাস থেকে আমরা শ্বাস নিই, একই সূর্য থেকে আলো নিই। তা হলে কেন এত হানাহানি? কেন এত বিভেদ? কিসের বিদ্বেষ?”

পার্থ চক্রবর্তী এই গান সম্পর্কে আরও বলেন, “বাপিদা যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, তা মেনেই আমি গানটার কাজ শেষ করলাম। গানটি শ্রোতাদের চোখে জল এনে দেবে এটুকু বলতে পারি।” চলতি মাসেই প্রকাশিত হবে বাপ্পি লাহিড়ীর শেষ গান।

Advertisement
আরও পড়ুন