2025 highlight

সেরা ছবি: বাঙালির পুরনো সব পছন্দ নতুন ভাবে ফিরে এল রুপোলি পর্দায়

সারা বছরে মুক্তি পাওয়া বাংলা ছবির সংখ্যা নেহাত কম নয়। তার মধ্যে ছিল এমন কয়েকটি ছবি, যেগুলি ভিড়ের মধ্যেও আলাদা।

Advertisement
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৫
Best Bengali films of 2025

বছরের সেরা ৫ বাংলা ছবি বেছে নিল আনন্দবাজার ডট কম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ছবি আসে, চলেও যায়। নদীর ধারার মতোই এই বিনোদনজগৎ। তবু সেই ধারায় কোনও কোনও ছবি ঢেউয়ের মতো দাগ কেটে যায় দর্শকের হৃদয়-পাড়ে। আনন্দবাজার ডট কমের চলচ্চিত্র সমালোচকেরা সারা বছর ধরে যে সব ছবি দেখেছেন, তার মধ্যেই ৫টি বাংলা ছবিকে বেছে নিয়েছেন ২০২৫ সালে সেরা হিসাবে।

Advertisement

নধরের ভেলা

টলিউ়ডের চলতি ধারার ছবির ভিড়ে ‘নধরের ভেলা’ যেন এক অন্য সরণির যাত্রী। প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বিদেশ এবং কলকাতার চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। তবে প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি ‘নধরের ভেলা’। এগিয়ে যাওয়ার চলতি নিয়মে সারা বিশ্ব যখন ছুটছে, সেই সময়ে দাঁড়িয়ে এই ছবি গতিহীনতার কথা শোনায়। এক শ্লথজীবনের গান গায়। গতির গতানুগতিকতায় কি অসুখ বাসা বাঁধে? এই প্রশ্ন তুলে কেউ কেউ হয়তো ফিরতে চাইছেন স্থির জীবনের শান্ত ছায়াতলে। ‘নধরের ভেলা’ বাংলার গল্প হলেও সেই বিশ্বভাবনাকেই তুলে ধরেছে। ‘নধর’-এর চরিত্রে অমিত সাহার কাজ বিশেষ ভাবে নজর কেড়েছে। ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শতাক্ষী নন্দীর অভিনয়ও তার সঙ্গে তাল মিলিয়েছে।

পুতুলনাচের ইতিকথা

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাস নিয়ে আগেও কাজ হয়েছে। কিন্তু সুমন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি যেন গ্রাম জীবনের জ্বলন্ত আখ্যান। তা অজগাঁয়ের শহরফেরত চিকিৎসক শশী ও গ্রাম্য বধূ কুসুমের সম্পর্ক হোক, বা কুমুদ ও মোতির বাস্তব যাপন। ৯০ বছর আগে লেখা মানিকের বলা গল্প সমকালীন সঙ্কটের আয়না হয়ে দাঁড়ায়। একুশ শতকের সমাজ-রাজনীতির ‘পুতুল’দেরই যেন চাক্ষুষ করে দর্শক।

ধূমকেতু

ছবি কেমন হল, এক কথা। বক্সঅফিসে বাংলা ছবি কেমন করল, তা আর এক। তা নিয়ে চিন্তার ভাঁজ দেখা যায় সচরাচর। ২০২৫ সালে বক্সঅফিসে সফল ছবির মধ্যে অন্যতম হল ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির ১০ বছর বাদে প্রত্যাবর্তন হয়েছে এই ছবিতে। বছর বছর ধরে আটকে ছিল মুক্তি। ছবিতে গল্প, গান সব কিছু ছাপিয়ে গিয়েছে দেব-শুভশ্রী জুটির পুরনো জাদু।

দ্য একেন: বেনারসে বিভীষিকা

ভ্রমণপ্রেমী বাঙালিকে ২০২৫ সালে কাশী দেখিয়েছে একেন। এক দিকে যেমন ফেলুদার স্মৃতি ফিরিয়ে এনেছে, আবার স্বতন্ত্র ছবি হিসাবেও আনন্দ দিয়েছে দর্শককে। বাঙালির একান্ত আপন ভাললাগা-ভয়-মজা সব নিয়ে এ বার ভরপুর থেকেছে একেনের ছবি। বাঙালি বিনোদন বলতে ঠিক যা বোঝে, তার সবটার বিষয়ে যত্ন নিয়ে ভরপুর ছবি তৈরি করেছেন পরিচালক।

পুরাতন

১৬ বছর পরে বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটল শর্মিলা ঠাকুরের। পুরনোকে নতুন রূপে নিয়ে এল ‘পুরাতন’। ২০২৫ সাল সে জন্য আলাদা ভাবে স্মরণীয় হয়ে থাকল দর্শকের মনে। সঙ্গে গল্পও চললে সে ছন্দ। সুমন ঘোষ পরিচালিত এই ছবি বার বার শিকড়ে ফেরার গল্প বলে। মা ও মেয়ের গল্পের এই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্তও।

Advertisement
আরও পড়ুন