Updates Of Pregnant Bharati Singh

ভারতী-হর্ষের কোলে এল দ্বিতীয় সন্তান! অভিনেত্রীর কন্যাসন্তানের আশা কি পূরণ হল?

সংবাদমাধ্যমসূত্রে খবর, ভাল আছেন মা এবং নবজাতক। খুশির হাসি হর্ষের মুখে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৩
সন্তান জন্মের আগে হর্ষ লিম্বাচিয়া, ভারতী সিংহ।

সন্তান জন্মের আগে হর্ষ লিম্বাচিয়া, ভারতী সিংহ। ছবি: সংগৃহীত।

বলিউডের অনেকেই বলেছিলেন, ভারতী সিংহের কোলে নাকি যমজ সন্তান আসতে চলেছে। তাই নিয়ে আলোচনাও হয়েছে প্রচুর। সেই জল্পনা অবশ্য সত্য হল না। সংবাদমাধ্যমসূত্রে খবর, ভারতী ও হর্ষ লিম্বাচিয়ার কোলে আবার পুত্রসন্তান এসেছে।

Advertisement

খবর ছড়াতেই চওড়া হাসি কৌতুকশিল্পী দম্পতির অনুরাগীদের মুখে। ভারতী যদিও কন্যাসন্তানের আশায় ছিলেন। একাধিক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন নিজেই। এ-ও জানিয়েছিলেন, কন্যাসন্তান না হওয়া পর্যন্ত নাকি চেষ্টা চালিয়ে যাবেন তিনি! ভারতী-হর্ষের বড় ছেলে লক্ষ্যের বয়স তিন বছর।

সংবাদমাধ্যমসূত্রে খবর, অন্য দিনের মতো এ দিনও শুটিংয়ে গিয়েছিলেন ভারতী। কিছু ক্ষণ পরে অভিনেত্রীর শারীরিক অবস্থা জানান দেয় যে, প্রসবের সময় এগিয়ে এসেছে। তড়িঘড়ি ভারতীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রসঙ্গত, অক্টোবরে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ভারতী। স্ফীতোদরের ছবি ভাগ করে নেন। সেই ছবিতে তাঁর সঙ্গেই ছিলেন হর্ষ। দ্বিতীয় বার মা-বাবা হওয়ার পরিকল্পনায় যে তাঁরা খুশি, স্পষ্ট ধরা পড়েছিল সেই ছবিতে।

এর পরে নানা মুহূর্তের ছবি কৌতুকশিল্পী দম্পতি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সেই সময়ের এক ঝলকে দেখা গিয়েছিল, দম্পতির প্রথম সন্তান লক্ষ্যও খুব খুশি। মাত্র তিন বছরের শিশু মা-কে আসন্ন সহোদর সম্পর্কে আশ্বস্ত করেছিল, “ও আমার সঙ্গী। তুমি চিন্তা কোরো না। নিয়ে এসো। আমিই ওর দেখভাল করব।” একরত্তির কথায় সে দিন তৃপ্তির হাসি ছড়িয়েছিল ভারতীর মুখে।

Advertisement
আরও পড়ুন