Bharti Singh

বাড়িতে ১৮ দিনের সন্তান, কাজে ফিরলেন ভারতী, পরবর্তী পদক্ষেপ নিয়ে কী বললেন কৌতুকাভিনেতা!

সন্তান জন্মের পরেই ভারতী জানান, দ্বিতীয় ছেলেকে কিছুতেই ভালবাসতে পারছেন না। এ বার বাড়িতে ১৮ দিনের ছেলেকে রেখেই কাজে ফিরলেন ভারতী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩১
(বাঁ দিকে) ভারতী সিংহ, (ডান দিকে) হর্ষ লিম্বাচিয়া।

(বাঁ দিকে) ভারতী সিংহ, (ডান দিকে) হর্ষ লিম্বাচিয়া। ছবি: সংগৃহীত।

১৯ ডিসেম্বর দ্বিতীয় বার মা হয়েছেন কৌতুকাভিনেতা তথা সঞ্চালিকা ভারতী সিংহ। ইচ্ছা ছিল, কন্যাসন্তানের মা হবেন। কিন্তু দ্বিতীয় বার ফের পুত্রসন্তান হয়েছে তাঁর। সন্তান জন্মের পরই ভারতী জানান, দ্বিতীয় ছেলেকে কিছুতেই ভালবাসতে পারছেন না। এ বার বাড়িতে ১৮ দিনের ছেলেকে রেখেই কাজে ফিরলেন ভারতী।

Advertisement

একটি চ্যানেলের রিয়্যালিটি শোয়ের শুটিং শুরু করলেন ভারতী। সেখানে পৌঁছে ফটোশিকারিদের মিষ্টি বিতরণ করেন। দ্বিতীয় ছেলে কাজু জীবনে আসার আনন্দ রয়েছে। পাশাপাশি ভারতী জানান, এর পর কিশমিশ আসবে। ভারতী কথায়, ‘‘আমরা থামছি না। আমার স্বামী বলেছে, আমাদের জীবনে আরও শ্রাবণ আসবে।’’

হর্ষ ও ভারতীর বিয়ে হয় ২০১৭ সালে। তাঁদের প্রথম পুত্রসন্তান লক্ষ্যের জন্ম হয় ২০২২ সালে। ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয় বার মা হলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, “আমাদের দ্বিতীয় সন্তান যদি ছেলে হয়, তা হলে ফের চেষ্টা করব। হর্ষের মেয়ে চাই। যত ক্ষণ পর্যন্ত আমাদের কোলে মেয়ে না আসে, কিংবা আমি মরে না যাই, আমরা চেষ্টা চালিয়ে যাব।’’ কথাটা খানিক রসিকতার ছলে বললেও ভারতী জানান, তাঁর নিজেরও কন্যাসন্তানের ইচ্ছা রয়েছে। তাই দু’জনে মিলে তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন। জানা গিয়েছে, দ্বিতীয় সন্তান হওয়ার পরে যখন তাঁর ফ্যালোপিয়ান টিউব বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা, সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দেন তিনি।

Advertisement
আরও পড়ুন