Hiraan Chatterjee Marriage Controversy

‘কর্ম করে যাও’, হিরণের সঙ্গে বিয়ে-বিতর্কের মাঝে গীতার শ্লোক! ঋতিকা কি আধ্যাত্মিক হয়ে পড়লেন?

গত সপ্তাহের মঙ্গলবার বিকেলে আচমকাই ঋতিকা গিরির সঙ্গে বিয়ের কিছু ছবি ভাগ করে নেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার পর থেকে বিতর্ক বেড়েই চলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬
হিরণ-ঋতিকার বিয়ে-বিতর্কের মাঝে কী মন্তব্য দ্বিতীয়ার?

হিরণ-ঋতিকার বিয়ে-বিতর্কের মাঝে কী মন্তব্য দ্বিতীয়ার? ছবি: সংগৃহীত।

এক সপ্তাহ হতে চলল। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্কের রেশ এখনও থামেনি। অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তার পরে হিরণের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। পরে তা মুছেও দেন। বিতর্ক শুরুর এক সপ্তাহের মাথায় আবার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঋতিকার।

Advertisement
গীতার শ্লোক আওড়ালেন ঋতিকা?

গীতার শ্লোক আওড়ালেন ঋতিকা? ছবি: ইনস্টাগ্রাম।

হিরণের এই বিয়ে-বিতর্ককে ঘিরে সমাজমাধ্যমে নানা ধরনের মন্তব্য উঠে আসছে। কেউ প্রশ্ন তুলছেন ঋতিকার বিরুদ্ধে। কেউ আবার সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হিরণকেই। এমন পরিস্থিতিতে এ বার ‘সঠিক কর্মের পাঠ’ পড়ালেন ঋতিকা। নিজের একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে হলুদ শাড়ি। কপালে চন্দনের তিলক আঁকা। গলায় মানানসই গয়না।

ছবির সঙ্গে ঋতিকা লেখেন, “জীবনে একটি উদ্দেশ্য নিয়ে বাঁচতে হবে। সততার সঙ্গে কাজ করতে হবে, অহঙ্কারকে জীবন থেকে দূর করতে হবে।” সেই সঙ্গে গীতা থেকে কয়েকটি বাণীর সারমর্ম তুলে ধরে তিনি লেখেন, “কর্ম করে যাও, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আত্মা অমর, শরীর নশ্বর। আত্মার না জন্ম হয়, না মৃত্যু। নিজের ভাবনাচিন্তা শুদ্ধ হলে, সঠিক দিশা এমনিই পাওয়া যায়।”

তাঁর এই লেখা পড়ে দর্শকের একাংশের প্রশ্ন, তা হলে কি হিরণের প্রথম স্ত্রীর উদ্দেশেই এই লেখা? নাকি এই বিতর্কের জেরে জীবন নিয়ে তিনি এ বার আধ্যাত্মিক হয়ে পড়লেন ঋতিকা? তবে এই কয়েক দিনে অনিন্দিতার তরফে আর কোনও মন্তব্য শোনা যায়নি। হিরণ যদিও এখনও নীরব।

Advertisement
আরও পড়ুন