Hiraan Chatterjee Marriage Controversy

২০২১ সালে হিরণকে ভাইফোঁটা দিয়েছিলেন ঋতিকা! প্রকাশ্যে ছবি, কী প্রশ্ন তুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা?

হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রশ্ন তুললেন, ২০২১ সালের নভেম্বরে যদি হিরণকে ভাইফোঁটা দেন, তা হলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক থাকল কী করে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১০:৩০
প্রকাশ্যে ঋতিকা-হিরণের ভাইফোঁটার ছবি, এ প্রসঙ্গে কী বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা?

প্রকাশ্যে ঋতিকা-হিরণের ভাইফোঁটার ছবি, এ প্রসঙ্গে কী বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা? নিজস্ব চিত্র।

বুধবার রাতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে এবং সম্পর্ক নিয়ে মুখ খোলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তিনি লিখেছিলেন গত পাঁচ বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। যদিও সেই পোস্ট ২৪ ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যম থেকে মুছে দেন তিনি। এ বার প্রকাশ্যে হিরণ এবং ঋতিকার একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বিধায়ক তথা অভিনেতাকে ভাইফোঁটা দিচ্ছেন ঋতিকা।

Advertisement

হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রশ্ন তুললেন, ২০২১ সালের নভেম্বরে যদি হিরণকে ভাইফোঁটা দেন, তা হলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক থাকল কী করে? অনিন্দিতা যোগ করেন, “হিরণের খড়্গপুরের বাড়িতে এই ভাইফোঁটার ছবি তোলা, দেখে সেটাই বুঝলাম। আমি যে মিথ্যা বলছি না আবার প্রমাণিত হয়ে গেল। ভাই হিসাবে ভাইফোঁটা দিয়ে তাঁকে আবার কী করে বিয়ে করতে পারে একজন? অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। ভাবতেই আমার অস্বস্তি হচ্ছে।”

গত কয়েক বছর ধরে খড়্গপুর থেকে কলকাতার বাড়িতে যাতায়াত করতেন হিরণ। তাঁর প্রথম স্ত্রী আগেই জানিয়েছিলেন,একেবারে যোগোযাগ বিচ্ছিন্ন ছিল এমনটা কখনও হয়নি। এমনকি ২০২৪ সালে তাঁরা ঘুরতেও গিয়েছিলেন বিদেশে। সে সময় ঋতিকা সম্পর্কে কানাঘুষো শুনেছিলেন অনিন্দিতা। কিন্তু সে সময় হিরণ তাঁর প্রথম স্ত্রীকে জানিয়েছিলেন মেয়েটি তাঁকে ভয় দেখাচ্ছে। অনিন্দিতা জানান, সেই সময় স্বামীর কথা বিশ্বাসও করেছিলেন তিনি। তবে হিরণের সঙ্গে যে অনিন্দিতার সম্পর্ক খুব মসৃণ ছিল, তেমনও নয়। অনিন্দিতা বলেছিলেন, “ও যাতায়াত করত। কিন্তু অভিমান করে আমি কথা বলতাম না। এত দিন চুপ ছিলাম, কারণ পরিবারের অসম্মান হোক চাইনি। কিন্তু এই কয়েক বছর আমার এবং মেয়ের উপরে খুবই মানসিক অত্যাচার করা হয়েছে।” এত বিতর্কের মাঝে নীরব হিরণ। এখন কোথায় আছেন তিনি? উঠছে প্রশ্ন।

Advertisement
আরও পড়ুন