পোস্ট মুছেছেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা, কী বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা? ছবি: সংগৃহীত।
বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের সঙ্গে বিয়ে প্রসঙ্গে নিজের বক্তব্য স্পষ্ট জানিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তার পরে ২৪ ঘণ্টাও কাটেনি। সমাজমাধ্যমে নিজের সেই লেখা মুছে দিলেন ঋতিকা। কিন্তু তাঁর মন্তব্যের জেরে জল বহুদূর গড়িয়ে গিয়েছে। আনন্দপুর থানায় হিরণ এবং তাঁর স্ত্রী ঋতিকার বিরুদ্ধে অভিযোগ জানান প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়।
এর মধ্যেই ঋতিকার এই পদক্ষেপ কেন? উঠছে প্রশ্ন। এর মাঝে অনিন্দিতা আনন্দবাজার ডট কম-কে বললেন, “আমার কথাগুলো যে সত্যি ছিল, তা বোঝা যাচ্ছে তো! জাস্টিফায়েড কথা বলেছি বলেই পোস্ট মুছে দিয়েছেন। ঋতিকা তো সামাজিক অপরাধ করেছেন। উনি নিজের পোস্টে লিখেছিলেন, ‘বেনারসের মতো পবিত্র জায়গায়, গঙ্গা মায়ের সামনে, পবিত্র বিধিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে।’ আমার তো মনে হয়, শিবজি আমার উপরেই সন্তুষ্ট বেশি। তাই সব তথ্যপ্রমাণ দিয়ে আমি সঠিক প্রমাণ দিতে পারছি।”
হিরণের দ্বিতীয় স্ত্রীর মন্তব্যের পরে থানায় অভিযোগ জানান অনিন্দিতা। তবে এত সব ঘটনা ঘটে যাওয়ার পরেও হিরণ নীরব। বিজেপির অন্দরেও সবাই চুপ। এ প্রসঙ্গে কেউই কোনও মন্তব্য করতে নারাজ। বরং এটা হিরণদের ‘ব্যক্তিগত বিষয়’ বলেই এড়িয়ে গিয়েছেন সবাই। গত মঙ্গলবার বারাণসীর ঘাটে ঋতিকার সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি ভাগ করে নেন বিজেপি বিধায়ক। তার পরেই তাঁর প্রথম স্ত্রী জানান, ২৫ বছরের দাম্পত্যে এখনও আইনি বিচ্ছেদ হয়নি। হিরণের এই দ্বিতীয় বিয়ে বৈধ নয়। এত কিছুর পরে হিরণও বিয়ের ছবি মুছে দেন। ইতিমধ্যেই অনিন্দিতা আইনি পদক্ষেপ করেছেন। আইনি প্রক্রিয়া এগোলে বাকিটা জানাবেন বলেছেন তিনি।