Women’s Day special

নারী দিবসে জ্যাকলিনের চমক! এই প্রথম বাংলা গান গাইলেন অভিনেত্রী, প্রকাশ্যে ‘আমি কাফি’

বাংলা গানে জ্যাকলিন ফার্নান্ডেজ়। মিউজ়িক ভিডিয়োয় রয়েছেন বাংলার কিছু পরিচিত মুখ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ০৬:০৭
image of Jacqueline Fernandez

‘আমি কাফি’ মিউজ়িক ভিডিয়োয় জ্যাকলিন ফার্নান্ডেজ়। ছবি: সংগৃহীত।

বছর চারেক আগে মিউজ়িক ভিডিয়োয় বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। ‘গেন্দা ফুল’-এর ‘বড়লোকের বিটি’ এ বার বাংলা গান গাইলেন। নারী দিবসে প্রকাশ্যে এসেছে এই গানের ভিডিয়ো।

Advertisement

কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজ়িকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজ়ি। তাঁদের পাশাপাশি মিউজ়িক ভিডিয়োয় গলা মিলিয়েছেন জ্যাকলিন। নাম ‘আমি কাফি’।

নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত। অভিনেত্রী বলেছেন, ‘‘বাংলা সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাঁদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভাল লাগছে।’’ মিউজ়িক ভিডিয়োয় কলকাতার জনপ্রিয় সমাজমাধ্যম প্রভাবীদের দেখা যাবে। রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংহ।

Advertisement
আরও পড়ুন