সন্তান জন্ম দিতে গিয়ে কী হয় ভারতীর? ছবি: সংগৃহীত।
দ্বিতীয় বার মা হয়েছেন ভারতী সিংহ। প্রত্যাশা করেছিলেন, এ বার কন্যাসন্তান হবে। কিন্তু এ বারও কোলে এসেছে পুত্রসন্তান। সংসারে নতুন সদস্য আসায় আনন্দের আবহ। তবে তার মধ্যেই ভেঙে পড়লেন কৌতুকশিল্পী। সন্তান জন্ম দেওয়ার আগে নিজের পরিস্থিতির কথা ভেবেই চোখে জল চলে এল তাঁর।
হাসপাতালে যাওয়ার আগেই ‘ওয়াটার ব্রেক’ হয়ে গিয়েছিল অন্তঃসত্ত্বা ভারতীর। কৌতুকশিল্পী সেই দিনের প্রসঙ্গে বলেন, “সকাল ছ’টার সময়ে দেখি সমস্ত কিছু ভিজে গিয়েছে। চিকিৎসককে ফোন করি। উনি জানান, ‘ওয়াটার ব্রেক’ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে আসতে বলেন তিনি।” প্রথমে খবর ছড়িয়েছিল, সেই দিন শুটিং ফ্লোরে ছিলেন তিনি। কিন্তু ভারতী স্পষ্ট করে দেন, ১৯ ডিসেম্বর সকালে তিনি বাড়িতেই ছিলেন।
‘ওয়াটার ব্রেক’ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছিল ভারতীকে। অথচ তাঁর আগের রাতেই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা ভাবছিলেন। ভারতী তাঁর ভিডিয়োয় বলেছেন, “সারা রাতই খুব অস্বস্তি হচ্ছিল আমার। সকালে উঠেই আমি চমকে যাই। সারা শরীর কাঁপছিল। জামাকাপড়, বিছানার চাদর সব ভিজে গিয়েছিল। দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলাম।” কথা বলতে বলতে গলা কেঁপে যায় ভারতীর। সন্তান জন্মের পরেও আতঙ্ক কাটছিল না ভারতীর। সদ্যোজাতকে বেশ কিছু ক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অবশেষে ভারতী ও তাঁর স্বামী হর্ষ তাঁদের নবজাতককে নিয়ে বা়ড়ি ফিরেছেন।
অক্টোবরে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ভারতী। স্ফীতোদরের ছবি ভাগ করে নেন। সেই ছবিতে তাঁর সঙ্গেই ছিলেন হর্ষ। দ্বিতীয় বার মা-বাবা হওয়ার পরিকল্পনায় যে তাঁরা খুশি, স্পষ্ট ধরা পড়েছিল সেই ছবিতে।