Deepika Padukone

দীপিকা হারাচ্ছেন কাজ, সেই স্থানে আলিয়া! বিতর্কের মাঝেই পাকিস্তান থেকে কার সমর্থন পেলেন দুয়ার মা?

কিছু দিন আগেই জানা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। সেই জায়গায় কি দেখা যাবে তাঁর সবচেয়ে বড় ‘প্রতিদ্বন্দ্বী’ আলিয়া ভট্টকে? এই জল্পনার মাঝেই দীপিকা সাহায্য পেলেন পাকিস্তান থেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২১:১৪
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে আলিয়া এ বার দীপিকার জায়গায়?

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে আলিয়া এ বার দীপিকার জায়গায়? ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত রাখার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। তার পর থেকে একের পর এক কাজ হাত ছাড়া হয়েছে তাঁর। কিছু দিন আগেই জানা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। সেই জায়গায় কি দেখা যাবে তাঁর সবচেয়ে বড় ‘প্রতিদ্বন্দ্বী’ আলিয়া ভট্টকে? এই জল্পনার মাঝেই দীপিকা সাহায্য পেলেন পাকিস্তান থেকে।

Advertisement

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে সুমতী চরিত্রের জন্য আলিয়ার সঙ্গে কথাবার্তা চলছে প্রযোজনা সংস্থার। তবে এখনও পর্যন্ত নির্মাতা বা আলিয়া এই বিষয়ে নীরব। কিছু দিন আগেই ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিকুয়েলে দীপিকা থাকছেন না। এই ছবিতে কাজ করতে গেলে দায়বদ্ধতার প্রয়োজন। এই বক্তব্যে দীপিকার আট ঘণ্টা কাজ করার সেই দাবি ফের চর্চায় উঠে আসে। মা হওয়ার পর থেকে এই শর্ত দিচ্ছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীপিকা। তিনি আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্তে অনড়। দীপিকার কথায়, ‘‘আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যাঁরা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষে কেউ কেউ কাজই করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন মহিলা দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।’’ এই বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী ইকরা অজ়িজ়ের সমর্থন পেলেন দীপিকা।

পাকিস্তানি অভিনেত্রীও চার বছরের সন্তানের মা। দীপিকার সমর্থনে ইকরা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা রাখতে চাইছে। এই বিষয়টা তো সমর্থন করা উচিত। কাজের প্রতিশ্রুতি তো তিনি ভাঙছেন না। তাই সহকর্মীদের ওঁকে সমর্থন করা উচিত।”

Advertisement
আরও পড়ুন