Deepika Padukone birthday

অনুরাগীদের জন্য বিমানের টিকিট কাটলেন! জন্মদিনের অনুষ্ঠানে তাঁদের কী কী খাওয়ালেন দীপিকা?

মুম্বইয়ে দীপিকার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনুরাগীদের সঙ্গে দেখা করেন দীপিকা। সেই অনুষ্ঠানের অন্দরমহলে ঠিক কী কী হল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৪:৩৬
জন্মদিনে অনুরাগীদের কী খাওয়ালেন দীপিকা?

জন্মদিনে অনুরাগীদের কী খাওয়ালেন দীপিকা? ছবি: সংগৃহীত।

জন্মদিনে অনুরাগীদের জন্য বড় পদক্ষেপ করলেন দীপিকা পাড়ুকোন। ৪০ বছরের জন্মদিন অভিনেত্রীর। তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের শুরু। তাই এই বছরের জন্মদিন আরও একটি কারণে বিশেষ অভিনেত্রীর জন্য।

Advertisement

মুম্বইয়ে দীপিকার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনুরাগীদের সঙ্গে দেখা করেন দীপিকা। সেই অনুষ্ঠানের অন্দরমহলে ঠিক কী কী হল? জায়গাটি সাজানো হয়েছিল বড়দিনের আবহ বজায় রেখে। ছিল বিরাট একটি ‘ক্রিসমাস ট্রি’। খাবারেরও ছিল এলাহি আয়োজন। ইন্দো-ওয়েস্টার্ন খাবারের সঙ্গে ছিল বেশ কিছু ডেজ়ার্ট। নানা রকমের চাট, দক্ষিণী খাবার ও মিষ্টিও ছিল মেনুতে। এই দিন দীপিকা অনুরাগীদের সামনে একটি তিন থাকের চকোলেট কেকও কাটেন। অভিনেত্রীর পরনে ছিল ওয়াইন রঙের কো-অর্ড সেট।

অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেন ও কথাও বলেন দীপিকা। সেই সব ছবি সমাজমাধ্যমে ভাগ করে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এখানেই শেষ নয়। ভিন্‌রাজ্যের অনুরাগীদের জন্য বিমানের টিকিটও বুক করে দিয়েছিলেন দীপিকা। বিমানবন্দর থেকে তাঁদের অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন দীপিকারই ঠিক করে দেওয়া গাড়িচালকেরা। অনুরাগীরাও এই দিন দীপিকাকে ভরিয়ে দেন নানা রকমের উপহারে।

অনুরাগীদের উদ্দেশে একটি বিবৃতিতে দীপিকা জানান, সময় কম থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে অনুরাগীরা দেখা করতে এসেছেন, এটাই তাঁর জন্য ব়ড় বিষয়। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই কথা বলেন দীপিকা। নিজের জন্মদিনেও সেই একই বার্তা দিয়েছেন অনুরাগীদের। অভিনেত্রী লিখেছেন, “যখন মনে হবে, জীবনে যথেষ্ট কিছু হচ্ছে না, তখনও আন্তরিকতা, ভালবাসা, যত্ন ও বিশ্রাম তোমাদের প্রাপ্য। কখনও হাল ছা়ড়বে না। এ ভাবেই চলতে থাকো। তোমরা যা ভাবছ, তার চেয়ে অনেক ভাল কাজ করছ। অনেক ভালবাসা।” নিজের জন্মদিনেও অনুরাগীদের মনের জোর বাড়িয়েছেন দীপিকা। তাই মুগ্ধ তাঁর অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন