Yuzvendra Chahal

চহলকে নিয়ে কথা বলতে গিয়ে চোখ ভিজল ধনশ্রীর, প্রাক্তন স্বামীর জন্য সারাজীবন কী করবেন তিনি?

স্বামী যে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তা ধরে ফেলেছিলেন ধনশ্রী? তবু চহলের কথা বলতে গিয়ে ভিজল চোখ। প্রাক্তন স্বামীকে নিয়ে কী বললেন নৃত্যশিল্পী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:৪৬
(বাঁ দিকে) যুজবেন্দ্র চহল (ডান দিকে) ধনশ্রী বর্মা

(বাঁ দিকে) যুজবেন্দ্র চহল (ডান দিকে) ধনশ্রী বর্মা ছবি: সংগৃহীত।

চলতি বছরে আইনি বিচ্ছেদ হয় যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার। চহলের সঙ্গে থাকাকালীন বার বার ‘অর্থলোভী’ কটাক্ষ শুনতে হয় ধনশ্রীকে। যদিও বিচ্ছেদের পর চহলের সঙ্গে বেতার সঞ্চালিকা মহবশের সম্পর্কের কথা শোনা যায়। সম্প্রতি ধনশ্রী জানান, বিয়ের এক বছরের মধ্যে স্বামীর পরকীয়া ধরে ফেলেছিলেন তিনি। তবু চহলের কথা বলতে গিয়ে চোখ ভিজল ধনশ্রীর।

Advertisement

এই মুহূর্তে ‘রাইজ় অ্যান্ড ফল’ নামের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ধনশ্রী। সেখানেই বিভিন্ন সময়ে অন্য প্রতিযোগীরা জানতে চেয়েছেন ধনশ্রীর বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে। কেউ আবার ধনশ্রীকে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলে কটাক্ষও করেছেন। অর্জুন বিজলানি সম্প্রতি ধনশ্রীর সামনে চহলের কথা তুললে, সে কথা এড়িয়ে যেতে চান তিনি। তার পরেই চোখে জল দেখা যায় ধনশ্রীর। অর্জুন সমবেদনা দিতে এগিয়ে এলে তিনি বলেন, ‘‘আমার তরফ থেকে ওঁর (চহল) প্রতি একটা আবেগ সবসময় থাকবে।’’ পাশপাশি ধনশ্রী এও জানান, তাঁর এই সম্পর্কে থাকাকালীন যা অভিজ্ঞতা হল, তার ফলে জীবনে আর কাউকে ভালবাসতে তিনি পারবেন না।

Advertisement
আরও পড়ুন