Dhruv Rathee on Dhurandhar

‘আর কত নীচে নামবেন? এ তো জঙ্গিদের হত্যালীলার মতো’, রণবীরের ছবির বিরুদ্ধে সরব ধ্রুব রাঠী

নানা রক্তাক্ত দৃশ্যে ভরা ছবির ঝলক। কেন এত হিংসা? প্রশ্ন তুলেছেন ধ্রুব রাঠী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:১৩
রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে ক্ষোভ ধ্রুবের।

রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে ক্ষোভ ধ্রুবের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রণবীর সিংহের ‘ধুরন্ধর’ ছবির ঝলক নিয়ে তোলপাড় দর্শকমহলে। এত ভয়ঙ্কর রূপে রণবীরকে আগে দেখা যায়নি, মত অনুরাগীদের। এখানেই আপত্তি রাজনৈতিক জগতের নেটপ্রভাবী ধ্রুব রাঠীর। ঝলক দেখে ক্ষোভ উগরে দিলেন তিনি।

Advertisement

ঝলকের শুরুতেই নৃশংস অবতারে দেখা যায় অর্জুন রামপালকে। তিনি এই ছবিতে আইএসআই আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটি ভারতীয়দের রক্তপিপাসু। এমনই নানা রক্তাক্ত দৃশ্যে ভরা ছবির ঝলক। কেন এত হিংসা? প্রশ্ন তুলেছেন ধ্রুব। সমাজমাধ্যমে ছবির পরিচালকের উদ্দেশে তিনি লেখেন, “কতটা নীচে নামা যায় তা দেখিয়ে দিয়েছেন আদিত্য ধর। সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন তিনি। এত হিংসা, এত রক্ত, এত নৃশংসতায় ভরা একটা ঝলক দেখা আর আইসিস-এর জঙ্গিদের হত্যালীলা দেখা— দুটোই সমান। একে ‘বিনোদন’ বলা হচ্ছে।”

নতুন প্রজন্মের ভাবনাচিন্তা বিষাক্ত করতে চাইছেন আদিত্য ধর, এই অভিযোগও করেছেন ধ্রুব। তাঁর কটাক্ষ, “এত অর্থের লোভ, যে নতুন প্রজন্মের মনে বিষ ঢালছেন। অপ্রত্যাশিত অত্যাচারকে গৌরবান্বিত করছেন উনি।”

সেন্সর বোর্ডকেও এই ছবির বিষয়টি পর্যালোচনা করে দেখার আর্জি রেখেছেন ধ্রুব রাঠী। নেটাগরিকের অনেকেই সহমত ধ্রুব রাঠীর সঙ্গে। তবে নেটাগরিকের একাংশের দাবি, সৃজনশীল ক্ষেত্রে এই ভাবে কোনও নিয়ম তৈরি করে দেওয়া উচিত নয়। বিদেশি ছবি ও ওয়েব সিরিজ়েও বহু রক্তারক্তির দৃশ্য থাকে, যা দর্শকের মধ্যে যথেষ্ট জনপ্রিয়।

উল্লেখ্য, আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর ভয় ধরিয়েছিলেন ঠিকই। কিন্তু তাঁর অনুরাগীদের মত, ‘ধুরন্ধর’ ছবিতে অভিনেতা যেন আরও ভয়ঙ্কর। অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবনকেও একেবারে অন্য রূপে দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন