Yuvraj Singh

Yuvraj-Kim: যুবরাজ সিংহের সঙ্গে কেন বিচ্ছেদ হয়েছিল কিম শর্মার? কারণ একাধিক

মনে করা হয়েছিল, এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। কিন্তু শেষমেশ তা হয়নি। আলাদা হয়ে যান যুবরাজ এবং কিম।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৩
নিজেদের বিচ্ছেদ সম্পর্কে কখনও মুখ খোলেননি যুবরাজ বা কিম।

নিজেদের বিচ্ছেদ সম্পর্কে কখনও মুখ খোলেননি যুবরাজ বা কিম।

ক্রিকেটারদের সঙ্গে বলিউড নায়িকাদের রসায়ন আগাগোড়াই চর্চার অন্যতম বিষয়বস্তু। যুবরাজ সিংহ এবং ‘মহব্বতে’ খ্যাত অভিনেত্রী কিম শর্মার প্রেমের কথা কারও অজানা নয়। বহু বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। মনে করা হয়েছিল, এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। কিন্তু শেষমেশ তা হয়নি। আলাদা হয়ে যান যুবরাজ এবং কিম।

কিন্তু কেন চার বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন তাঁরা?

অনেকেই বলেন, যুবরাজকে নিয়ে কিমের বেশি মাতামাতির কারণে তাঁদের সম্পর্ক টেকেনি। কেউ কেউ আবার ক্রিকেটারের মা শবনম সিংহকে তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে চিহ্নিত করেন। কিমকে নাকি পুত্রবধূ হিসেবে পছন্দ করতেন না শবনম। কিন্তু নিজেদের বিচ্ছেদ সম্পর্কে কখনও মুখ খোলেননি যুবরাজ বা কিম।

Advertisement

এর পর পেরিয়ে গিয়েছে অনেক বছর। ২০১৬ সালে অভিনেত্রী হেজল কিচকে বিয়ে করেন তিনি। অন্য দিকে কিমও টেনিস খেলোয়াড় লিয়েন্ডারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু যুবরাজ-কিমের প্রেম-বিচ্ছেদের আখ্যান আজও চর্চিত।

Advertisement
আরও পড়ুন