Anubhav Sinha on Shah Rukh Khan

‘শাহরুখ আসলে খুবই মধ্যবিত্ত মানুষ’, বলিউডের বাদশাহের কোন গুণ দেখে এই মন্তব্য অনুভবের?

অনুভব পরিচালিত ছবি ‘রা ওয়ান’-এ অভিনয় করেছিলেন শাহরুখ। ছবিটি বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি ঠিকই, কিন্তু ছবির বিষয়বস্তু বলিউডে নতুন দিশা দেখিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৩৫
Director Anubhab Sinha said that Shah Rukh Khan is actually very middle class

শাহরুখকে নিয়ে কথা বললেন অনুভব। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান নেহাতই মধ্যবিত্ত মানুষ। বলিউডের বাদশাহ সম্পর্কে এমনই মন্তব্য করলেন পরিচালক অনুভব সিন্‌হা। তাঁর পরিচালিত ছবি ‘রা ওয়ান’-এ অভিনয় করেছিলেন শাহরুখ। ছবিটি বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি ঠিকই, কিন্তু ছবির বিষয়বস্তু বলিউডে নতুন দিশা দেখিয়েছিল। শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অনুভব।

Advertisement

অনুভব বলেছেন, “খুব অদ্ভুত বিষয় হল, শাহরুখ মনের দিক থেকে খুবই মধ্যবিত্ত। মজা করে বলছি না। মধ্যবিত্ত মানে শুধুই আর্থিক বিষয় বোঝায় না। শাহরুখকেও বলেছি যে, ও খুবই মধ্যবিত্ত ধরনের মানুষ। ও কিন্তু হেসে স্বীকার করে নেয়।” শাহরুখের প্রাচুর্যের অভাব নেই। প্রচুর অর্থের অধিকারী তিনি। তা-ও কেন তাঁকে মধ্যবিত্ত বললেন অনুভব? পরিচালক বলেন, “নামী ব্র্যান্ডের ব্যাগ পেলে বেশি আনন্দ হয়? না কি বোন খুশি আছে, এটা জেনে আপনি বেশ খুশি হন? এ ভাবেই বোঝা যায়, মনের দিক থেকে কে বেশি মধ্যবিত্ত।”

অনুভব জানান, শাহরুখ তাঁর নিজের বোন শেহনাজ়ের যথেষ্ট খেয়াল রাখেন। তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামেরও দেখাশোনা করেন তিনি। শাহরুখের এই গুণগুলিই তাঁকে মুগ্ধ করেছে বলে জানান পরিচালক। অনুভবের কথায়, “একটা মানুষ সারা বিশ্বে জনপ্রিয়। তার পরেও তিনি মাটির মানুষ। এমন মানুষ হয়ে ওঠা কিন্তু বেশ কঠিন। ওর টাকাপয়সা নিয়ে কথা বলার প্রয়োজনই হয় না। অসাধারণ মানুষ শাহরুখ। আমি তাই ওকে বলি, এই ছবিটা তৈরি করার থেকেও ওকে কাছ থেকে জানতে পেরে আমি বেশি খুশি হয়েছি।”

Advertisement
আরও পড়ুন