Kaushik Ganguly-Churni Ganguly

সম্পর্কের মেয়াদ ফুরোলেও অর্ধাঙ্গিনী জীবনের অঙ্গ হয়েই রয়ে যায়: কৌশিক

সময়ের সঙ্গে সব সম্পর্কের সমীকরণ বদলায়। নতুন সম্পর্ক শুরু হয়। কিছু সম্পর্কের সুতো নিজে থেকেই ছিঁড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৬:৩৬
সময়ের সঙ্গে কৌশিক-চূর্ণীর সম্পর্কের বিবর্তন হয়েছে।

সময়ের সঙ্গে কৌশিক-চূর্ণীর সম্পর্কের বিবর্তন হয়েছে। ছবি: সংগৃহীত।

করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের চলে যাওয়া নিয়ে গত ২৪ ঘণ্টায় বিপুল আলোচনা হয়েছে। এই আলোচনা প্রভাব ফেলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মনেও। পরিচালকের কথায় “বিচ্ছেদ হয়েছে। কিন্তু তাও প্রাক্তন স্বামীর বিয়োগের খবর পেয়ে চোখের জল ফেলছেন করিশ্মা। অপেক্ষা করছেন কখন তাঁর দেহ দেশে নিয়ে আসা হবে। আসলে স্মৃতি তো থেকেই যায়।”

Advertisement

বাইপাসের ধারে ১২ তলায় ঝাঁ-চকচকে ‘সুরিন্দর ফিল্মস’-এর অফিস। নতুন ছবির কাজ শুরু হবে। তার আগে পুজোর ব্যবস্থা হয়েছে। সবাই এসে উপস্থিত হয়েছেন কি না, জয়া আহসান কখন কলকাতায় আসছেন, সে সব দিকে নজর। খালি পায়ে এক বার অফিসের এ প্রান্ত থেকে ও প্রান্ত আসা-যাওয়া করছেন পরিচালক। সেই ফাঁকে আনন্দবাজার ডট কমকে তিনি বললেন, করিশ্মার জীবনে ঘটে যাওয়া ঘটনা কতটা নাড়া দিয়েছে তাঁর মনকে। বললেন, “সম্পর্ক ফুরিয়ে গেলেও পৃথিবীর যে প্রান্তেই দু’টি মানুষ থাকুক না কেন, অর্ধাঙ্গিনী জীবনের অঙ্গ হিসাবে রয়েই যায়।” নতুন কাহিনিতে মেঘনা, সুমন, শুভ্রার সম্পর্ক আরও জোরালো। দু’বছর আগে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল দর্শকের। তারা আবার ফিরে আসবে। সেই সম্পর্ক আরও গভীর। পরিচালকের নতুন ছবির নাম ‘আজও অর্ধাঙ্গিনী’।

সাদার সঙ্গে নীলের মিশেলে হ্যান্ডলুম জামদানি শাড়িতে চেনা ভঙ্গিতে দেখা গেল পর্দার শুভ্রাকে। শাড়ির পাড়ের পাতার রঙের সঙ্গে মিলেছে চোখের চশমার ফ্রেমের রং। চূর্ণী গঙ্গোপাধ্যায় বললেন, “এক বছরের মধ্যেই সম্পর্ক বদলে বদলে যায়।ছবিতে তাই শুভ্রার মধ্যেও অনেক বদল এসেছে। বর্তমানে আমার, কৌশিক এবং উজানের সম্পর্কের অবস্থান ২০ বছর আগে নিশ্চয়ই অন্য রকম ছিল। তেমনই শুভ্রার সম্পর্কেও অনেক বিবর্তন দেখবেন দর্শক।” নতুন কাহিনিতে বড় বৌদির সম্পর্ককে অন্য ভাবে লিখেছেন পরিচালক, জানালেন রায়া ভট্টাচার্য। পরিচালক কৌশিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে রায়া বললেন, “সিনেমায় অভিনয় করার কথা কোনও দিন ভাবিনি। কৌশিক আমার মধ্যে থেকে অভিনয় বার করে এনেছেন।”

পুজো হওয়ার পর পর্দার সুমন তখন ব্যস্ত প্রসাদ খেতে। তাড়াতাড়ি প্রসাদ খেয়েই ছুটতে হবে কাজে। শনিবারের সকালে হাতে সময় খুবই কম। কিন্তু কৌশিক সেনের জীবনে ‘অর্ধাঙ্গিনী’ বড় অংশ জুড়ে আছে। অভিনেতা বললেন, “ছবির সাফল্য, পেশাদারিত্ব ছাড়াও তো দর্শকের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। চিত্রনাট্য পড়ার আগে অবধি আমার মনে প্রশ্ন ছিল আদৌ কি অর্ধাঙ্গিনীর নতুন অধ্যায়ের প্রয়োজন আছে? কাহিনি পড়ার পর সব সংশয় মুছে গিয়েছে আমার মন থেকে।” ১৫ জুন থেকে ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু করবেন কৌশিক।

Advertisement
আরও পড়ুন