Harshvardhan Rane Shirt Pulled

নিধি-সমান্থার পরে অনুরাগীদের থিকথিকে ভিড় ঘিরল হর্ষবর্ধনকে! পোশাক নিয়ে অস্বস্তিতে অভিনেতা

চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হর্ষবর্ধন ও সোনম বাজওয়া অভিনীত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। বক্সঅফিসে সাফল্য লাভের পরে ওটিটি-তে মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই প্রচারে পথে নামেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩
গাড়ি থেকে নামতেই হর্ষবর্ধনকে ছেঁকে ধরেন অনুরাগীরা।

গাড়ি থেকে নামতেই হর্ষবর্ধনকে ছেঁকে ধরেন অনুরাগীরা। ছবি: সংগৃহীত।

নিধি আগরওয়াল, সমান্থা রুথ প্রভুর পরে এ বার ‘হেনস্থা’র শিকার অভিনেতা হর্ষবর্ধন রানে। ছবির প্রচারে অনুরাগীদের মাঝে যেতেই তাঁর পোশাক ধরে টান দেওয়া হয় বলেও অভিযোগ। ঠিক কী ঘটেছে অভিনেতার সঙ্গে?

Advertisement

চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হর্ষবর্ধন ও সোনম বাজওয়া অভিনীত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। বক্সঅফিসে সাফল্য লাভের পরে ওটিটি-তে মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই প্রচারে পথে নামেন অভিনেতা। বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড চত্বরে গাড়ি থেকে নেমে অনুরাগীদের সঙ্গে দেখা করতে এগিয়ে যান হর্ষবর্ধন। কিন্তু তিনি গাড়ি থেকে নামতেই উত্তেজিত জনতা রীতিমতো ঘিরে ধরে তাঁকে। শুধু তা-ই নয়, অভিনেতার শার্ট ধরে টানাটানিও শুরু করে দেন অনুরাগীরা। স্বাভাবিক ভাবেই অস্বস্তি়তে পড়েন অভিনেতা। সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। সমাজমাধ্যমে এই ভিডিয়ো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকেরাও। অনেকেই কটাক্ষের সুরে লেখেন, “ওঁকে কি খেয়ে ফেলবেন নাকি?”

দিনকয়েক আগে হায়দরাবাদে ‘দ্য রাজা সাব’ ছবির এক অনুষ্ঠান থেকে বেরোতে গিয়ে অনুরাগীদের ভিড়ে নাস্তানাবুদ হন নিধি। প্রায়ই একই ঘটনা অপর একটি অনুষ্ঠানে ঘটে সমান্থার সঙ্গে। হর্ষবর্ধনের সঙ্গে এই ঘটনার পরে ফের তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, কেন অনুরাগীরা নিজেদের সীমা লঙ্ঘন করেন বারবার?

Advertisement
আরও পড়ুন