Akshaye Khanna

‘২ কোটি পারিশ্রমিক হলেও হঠাৎ বেশি টাকা দাবি করেছিলেন’, অক্ষয়ের বিরুদ্ধে এ বার নতুন অভিযোগ

‘সেকশন ৩৭৫’ ছবিতে মণীশকে পরিচালকের স্থান থেকে বাদ দেওয়ার জন্য নাকি প্রযোজককে চাপ দিয়েছিলেন অক্ষয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯
Filmmaker Manish Gupta said that Akshaye Khanna unprofessionally got him removed from a film

‘ধুরন্ধর’ সফল হওয়ার পর থেকে বিপাকে অক্ষয়। ছবি: সংগৃহীত।

‘দৃশ্যম ৩’ থেকে বেরিয়ে আসার পরে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন অক্ষয় খন্না। এমনকি অভিনেতার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগও উঠেছে। ‘দৃশ্যম ৩’ ছবির প্রযোজক কুমার মঙ্গত অভিনেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বার অক্ষয়ের বিরুদ্ধে মুখ খুললেন পরিচালক মণীশ গুপ্ত। ‘সেকশন ৩৭৫’ ছবিতে অক্ষয় ও মণীশের একসঙ্গে কাজ করার কথা ছিল। তখনও সেই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

Advertisement

অতীত মনে করে মণীশ বলেন, “২০১৭ সালে অক্ষয় ‘সেকশন ৩৭৫’-এর চুক্তিতে সই করেছিলেন, ছবিটি আমার পরিচালনা করার কথা ছিল। কুমার মঙ্গত প্রযোজক ছিলেন। অক্ষয়ের পারিশ্রমিক ছিল ২ কোটি টাকা। ২১ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন উনি।” ওই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কিছু দিন ঠিক করা হয়েছিল ছবির। কিন্তু ছবির শুটিং-এর ঠিক আগে অন্য দাবি করেছিলেন অক্ষয়। শুটিং-এর তারিখ বদলে দিতে চাইছিলেন তিনি। মণীশের কথায়, “আমাদের যেই দিনগুলি শুটিং-এর জন্য দিয়েছিলেন, সেগুলিতেই অন্য ছবি ‘দ্য অ্যাক্সি়ডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর শুটিং করতে লন্ডন চলে গিয়েছিলেন তিনি। এ দিকে আমাদের ছবির সকলে ওঁর জন্য অপেক্ষা করেছিলেন।” অক্ষয় ফিরে আসার পরে নাকি পারিশ্রমিকেও বদল আনতে চাইছিলেন। ২ কোটির বদলে নাকি তিনি ৩.২৫ কোটি টাকা পারিশ্রমিক চাইছিলেন। অভিনেতার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন করারও অভিযোগ করেছেন পরিচালক।

‘সেকশন ৩৭৫’ ছবিতে মণীশকে পরিচালকের স্থান থেকে বাদ দেওয়ার জন্য নাকি প্রযোজককে চাপ দিয়েছিলেন অক্ষয়। প্রথমে সৃজনশীল বিষয় নিয়ে মতবিরোধ শুরু হয়েছিল। পরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে প্রযোজক ছবি থেকে বাদ দিয়ে দেন মণীশকে। এই বিষয়ে আইনি নোটিসও জারি করেছিলেন মণীশ। তাঁর কথায়, “সেই দিন প্রযোজক আমাকে বাদ দিয়েছিলেন। কিন্তু অদ্ভুত ভাবে আজ ওঁকেও অক্ষয়ের অনৈতিক আচরণের শিকার হতে হচ্ছে ‘দৃশ্যম ৩’ নিয়ে। মঙ্গত নিজেই এ বার আইনি পথে হাঁটছেন অক্ষয়ের বিরুদ্ধে।”

উল্লেখ্য, ‘সেকশন ৩৭৫’ শেষ পর্যন্ত পরিচালনা করেছিলেন অজয় বহেল। ছবিতে অভিনয় করেছিলেন ঋচা চড্ঢা ও মীরা চোপড়াও।

Advertisement
আরও পড়ুন