Sanjay Leela Bhansali

আলিয়া-রণবীরের ছবির প্রস্তুতি, এরই মাঝে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর নামে পুলিশে অভিযোগ দায়ের

সঞ্জয় লীলা ভন্সালীর আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর প্রস্তুতি চলছে জোরকদমে। এই ছবিতে একই সঙ্গে রণবীরের স্ত্রী, অন্য দিকে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা। এই ছবির শুটিং শুরু হতেই আইনি জটিলতায় পরিচালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯
আইনি জটিলতায় সঞ্জয় লীলা ভন্সালী।

আইনি জটিলতায় সঞ্জয় লীলা ভন্সালী। ছবি: সংগৃহীত।

সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এ বার শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকা পাড়ুকোনকে। এমনিতেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। এ বার এই ছবির প্রস্তুতি ঘিরে এক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে পরিচালক ভন্সালী-সহ আরও দুই ব্যক্তির নামে এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisement

শোনা গিয়েছে, প্রতীকরাজ মাথুর নামের এক ব্যক্তি ভন্সালীর নামে পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, এই ছবিটির জন্য ভন্সালীর প্রযোজনা সংস্থার তরফে ‘লাইন প্রডিউসার’-এর কাজের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু পরে সেই চুক্তি বাতিল করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, অভিযোগকারী প্রতীক মাথুরকে নিজেদের প্রযোজনার সঙ্গে যুক্ত করেন ভন্সালী। অভিযোগ, পরে পারিশ্রমিক না দিয়ে কাজ থেকে বের করে দেন ভন্সালীর টিম। ভন্সালী ও তাঁর টিমের নামে প্রতারণা, বিশ্বাসভঙ্গের অভিযোগও করেছেন প্রতীক।

এ দিকে, অভিযোগকারীর দাবি, এই ছবির আউটডোর শুটিংয়ের যাবতীয় সরকারী অনুমোদনের ব্যবস্থা তাঁরই করা। কিন্তু তিনি যখন হোটেলে দেখা করতে যান, তখন ভন্সালীর টিম তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও ভন্সালীর তরফে এখনও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

Advertisement
আরও পড়ুন