Khakee 2

মুঠোফোনে বাঘ-সিংহের গর্জন! জুটি বেঁধে বলিউড শাসন করতে আসছেন ‘বস’-বুম্বাদা?

নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ় ‘খাকী ২’তে এই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ। ওয়েব সিরিজ়ে কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৬:৫৫
জিৎ আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটি বেঁধে ‘খাকী ২’তে।

জিৎ আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটি বেঁধে ‘খাকী ২’তে। ছবি: সংগৃহীত।

এক জন বাংলার ‘ইন্ডাস্ট্রি’। অন্য জন বাংলার ‘বস’। প্রথম জন ইমোশনে দক্ষ, দ্বিতীয় জন অ্যাকশনে। এঁরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ। বাংলায় নয়, বলিউডে এঁরা প্রথম জুটি বাঁধলেন। সৌজন্যে নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ় ‘খাকী: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। শ্যামবাজার থেকে হাওড়া ব্রিজ— কলকাতা জুড়ে যার শুটিং। এঁরা ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, মিমো চক্রবর্তী, ঋত্বিক ভৌমিক-সহ এক ঝাঁক বাঙালি অভিনেতা। স্বাভাবিক ভাবেই কলকাতা মুখিয়ে বলিউডে বাংলার অভিনেতাদের দাপট দেখার জন্য।

Advertisement

কবে মুক্তি পাচ্ছে নীরজের ‘খাকী’র দ্বিতীয় সিজ়ন? সোমবার প্রসেনজিৎ-জিৎ একযোগে ঘোষণা করলেন, ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে বহু প্রতীক্ষিত সিরিজ়টি।

ইতিমধ্যেই সিরিজ়ের টিজ়ার মুক্তি পেয়েছে। সেখানে দেখা গিয়েছে, জুটি বেঁধেই দুই তারকা পরস্পরের শত্রু। প্রসেনজিৎকে দেখা যাবে এক রাজনৈতিক নেতার ভূমিকায়। জিৎ পুলিশ অফিসার। কলকাতার বন্দর অঞ্চলে আজও রাতের অন্ধকারে বহু অনৈতিক কাজ হয়। শহরে এখনও এমন অনেক কুখ্যাত জায়গা রয়েছে, যা সন্ত্রাসের আঁতুড়ঘর। খবর, সেই সব গল্প জায়গা করে নিচ্ছে নীরজের জনপ্রিয় সিরিজ়ের দ্বিতীয় পর্বে।

Advertisement
আরও পড়ুন