Dharmendra Property

৪৫০ কোটির সম্পত্তি, ধর্মেন্দ্রের মৃত্যুর পর তাঁর কোন জিনিসটা নিতে চান হেমার ছোট মেয়ে অহনা?

অভিনেতার অর্জিত অর্থের পরিমাণ প্রায় ৩৩৫ থেকে ৪৫০ কোটি। বাবার সম্পত্তি থেকে কোন জিনিসটা চেয়েছেন মেয়ে অহনা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৮:১৮
ধর্মেন্দ্রের থেকে কী চান হেমার মেয়ে অহনা?

ধর্মেন্দ্রের থেকে কী চান হেমার মেয়ে অহনা? ছবি: সংগৃহীত।

ধর্মেন্দ্রের ছয় সন্তান। যার মধ্যে চার ছেলেমেয়ে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের। হেমা মালিনী ও তাঁর রয়েছে দুই মেয়ে ঈশা ও অহনা দেওল। বৃহস্পতিবার অভিনেতার স্মরণসভা মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে। পরিবারের সকলে ভেবেছিলেন, ৯০তম জন্মদিনের কেক কাটতে পারবেন অভিনেতা। যদিও সেই সাধ পূরণ হয়নি। ধর্মেন্দ্রকে বিয়ে করার পর তাঁর প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে হেমা মালিনীর মনোমালিন্য হয়। ধর্মেন্দ্রের পঞ্জাবের বাড়িতে কখনও ঢোকার অনুমতি মেলেনি হেমার। এ বার অভিনেতা বাবার প্রয়াণে তাঁর সম্পত্তির কোন জিনিসটা দাবি করলেন অহনা?

Advertisement

অভিনেতার অর্জিত অর্থের পরিমাণ প্রায় ৩৩৫ থেকে ৪৫০ কোটি টাকা। অভিনেতার বিপুল সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য লোনাভালায় তাঁর খামারবাড়ি। ১০০ একর জমির উপরে তৈরি এই খামারবাড়িতে জীবনের শেষ দিকটা প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই থাকতেন অভিনেতা। এ ছাড়াও মুম্বইয়ে তাঁর বাসভবনের মূল্য প্রায় ১৭ কোটি। পাশাপাশি, চাষযোগ্য জমিতে ৮৮ লক্ষ টাকা এবং সাধারণ জমিতে ৫২ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে ধর্মেন্দ্রের। এক রেস্তরাঁ সংস্থার সঙ্গে জোট বেঁধে ব্যবসা করেছেন অভিনেতা। লোনাভালায় ১২ একর জমিতে ৩০টি কটেজের একটি রিসর্ট রয়েছে তাঁর।

অহনা জানান, তাঁর চাই বাবার কেনা প্রথম ফিয়েট গাড়িটা। কারণ, সেই গাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর একাধিক স্মৃতি। অহনার কথায়, ‘‘ওই গাড়িটা ভিন্টেজ। তা ছাড়া ওই গাড়িটায় আমি বাবার কোলে চেপে ঘুরে বেড়াতাম। বাবার সঙ্গে প্রথম বার লোনাভালায় যাওয়া এই গাড়িতে করেই। ছোটবেলার অনেক কিছু জড়িয়ে আছে।’’

শুধু মেয়ে নয়, অভিনেত্রী হেমা নিজেও বার বার জানিয়েছেন, ধর্মেন্দ্রের সম্পত্তি, টাকাপয়সা নয়, কেবল ভালবাসা দরকার তাঁর।

Advertisement
আরও পড়ুন