Leonardo DiCaprio Reaction

অনূর্ধ্ব ৩০-এর প্রেমিকা, পুরস্কারের মঞ্চে লিয়োনার্দোর সম্পর্ক নিয়ে মশকরা, কী উত্তর অভিনেতার?

সঞ্চালিকার মশকরা শুনে কি খানিক অপ্রস্তুতে পড়েন অভিনেতা? যদিও মুহূর্তে অভিব্যক্তি বদলে হাসতে থাকেন। স্পষ্ট বোঝালেন, একটুও রাগ করেননি এসব শুনে। তবে সঞ্চালিকা এটুকুতেই থামেননি। আর কী বলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৩:৫২
কী উত্তর লিয়োনার্দোর? ছবি: সংগৃহীত।

কী উত্তর লিয়োনার্দোর? ছবি: সংগৃহীত।

প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায়ই শিরোনামে থাকেন অভিনেতা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো। তাঁর প্রেমের ইতিহাস ঘাঁটলে একটা নির্দিষ্ট ধারা লক্ষ করা যায় — লিয়োনার্দোর বেশির ভাগ প্রেমিকাই অনূর্ধ্ব ৩০-এর মডেল বা অভিনেত্রী। তাঁর বর্তমান প্রেমিকার বয়স ২৭। সম্প্রতি, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, তারকার প্রেমজীবন নিয়ে মশকরা করলেন সঞ্চালিকা। উত্তরে কী বললেন ডিক্যাপ্রিয়ো?

Advertisement

২০২৩ সাল থেকে ইতালির সুপারমডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন লিয়োনার্দো। রবিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই সঞ্চালিকা নিকি গ্লেজ়া তোলেন লিয়োনার্দোর প্রেমের প্রসঙ্গ। মঞ্চে দাঁড়িয়ে লিয়োনার্দোর উদ্দেশে তিনি বলেন, “কী দারুণ কর্মজীবন তোমার। অসংখ্য দুর্দান্ত পারফর্ম্যান্স— কত ভাল ভাল পরিচালকের সঙ্গে কাজ করেছ। তিনটে গোল্ডেন গ্লোব, একটা অস্কার তোমার ঝুলিতে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়, প্রেমিকার ৩০ পূর্ণ হওয়ার আগেই নিজের জীবনে এই সবটা অর্জন করতে পেরেছ। মানে, সত্যিই অভাবনীয়!”

সঞ্চালিকার মশকরা শুনে কি খানিক অপ্রস্তুতে পড়েন অভিনেতা? যদিও মুহূর্তে অভিব্যক্তি বদলে হাসতে থাকেন। স্পষ্ট বোঝালেন, একটুও রাগ করেননি এ সব শুনে। তবে সঞ্চালিকা এটুকুতেই থামেননি। তিনি আরও বলে চলেন, “লিয়ো, এই মজা করার জন্য আমি দুঃখিত। এ ভাবে মশকরা করাটা খুব নোংরা জানি! চেষ্টা করেছিলাম না করার, কিন্তু তোমার সম্পর্কে তো এ ছাড়া আর কিছু জানিও না! আর কিছুই নেই। অনেক খুঁজে তোমার দারুণ একটা সাক্ষাৎকার পেলাম সেটা ১৯৯১ সালের। তোমার প্রিয় খাবার কি এখনও, ‘পাস্তা, পাস্তা আর আরও পাস্তা’?”

স়ঞ্চালিকার এই কথা শুনে দর্শকাসন তখন হাততালি আর হাসিতে ফেটে পড়েছে। আর লিয়োনার্দো? তিনিও হাত নেড়ে, হাসতে হাসতে সম্মতি জানাচ্ছেন। সেই মুহূর্ত ভাইরাল হয়েছে নিমেষে।

Advertisement
আরও পড়ুন