Hrithik Roshan

প্রাক্তন শ্বশুরের আমন্ত্রণে পার্টিতে হৃতিক, ছিলেন সুজানও

হৃতিকের বাড়ির বিভিন্ন উৎসব এবং জন্মদিনের পার্টিতেও উপস্থিত থাকেন সুজান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৯
হৃতিক-সুজান।

হৃতিক-সুজান।

প্রাক্তন শ্বশুরের আমন্ত্রণে তাঁর আয়োজিত পার্টিতে গিয়ে উপস্থিত হলেন হৃতিক রোশন। বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় খানের অতিথি হয়ে এসেছিলেন তাঁর কন্যা তথা হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। দু’জনেই বেছে নিয়েছিলেন কালো রঙের পোশাক।

হৃতিককে দেখা গেল কালো রঙের টি-শার্ট, কালো জ্যাকেট এবং ধূসর রঙা টুপিতে। অন্য দিকে, সুজান এলেন কালো রঙের ‘ডিপ নেক’, কাঁধ খোলা পোশাকে। সঞ্জয়ের জুহু বাংলোর পার্টিতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে এবং ছেলে আদিত্য ঠাকরে।

২০১৪ সালে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন হৃতিক এবং সুজান। কিন্তু তার পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। দুই ছেলে রিহান এবং হৃদানকে একসঙ্গে বড় করছেন তাঁরা। হৃতিকের বাড়ির বিভিন্ন উৎসব এবং জন্মদিনের পার্টিতেও উপস্থিত থাকেন সুজান। ইনস্টাগ্রামেও পরস্পরের সঙ্গে সখ্য বজায় রেখেছেন তাঁরা। লকডাউনে ছেলেদের সঙ্গে থাকার জন্য হৃতিকের বাড়িতে কিছুদিনের জন্য ছিলেন সুজান। কঠিন সময়ে সঙ্গে থাকার জন্য সুজানকে ধন্যবাদ জানিয়ে একটি খোলা চিঠিও লিখেছিলেন হৃতিক।

Advertisement

২০১৯ সালে ‘ওয়ার’ ছবিতে শেষ দেখা গিয়েছিল হৃতিককে। এর পর তাঁকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে। প্রথম বার এই ছবিতেই দীপিকার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন