Sussanne Khan

হৃতিক ও সুজ়ানের সম্পর্ক বিষিয়ে যেত, কিন্তু শেষপর্যন্ত সেই তিক্ততা কাটান কে?

সুজ়ান প্রায় ৪০০ কোটি টাকার খোরপোশ চান হৃতিকের কাছে। সেই সময় দু’জনের সম্পর্ক তিক্ততায় ভরে যায়। সেই পরিস্থিতি থেকে এখনকার এই বন্ধুত্ব সম্ভব হল কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৫০
হৃতিক-সুজ়ানের মধ্যে সুসম্পর্ক স্থাপন করলেন কে?

হৃতিক-সুজ়ানের মধ্যে সুসম্পর্ক স্থাপন করলেন কে? ছবি: সংগৃহীত।

প্রায় ১৪ বছরের বিবাহিত জীবনের পর বিচ্ছেদ ঘটে সুজ়ান খান ও হৃতিক রোশনের। সেই ঘটনার পরে দীর্ঘদিন কেটে গিয়েছে। দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। দাম্পত্য ভাঙলেও হৃতিক ও সুজ়ানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়ে গিয়েছে। যদিও একটা সময় ছিল, যখন সুজ়ান প্রায় ৪০০ কোটি টাকার খোরপোশ চান হৃতিকের কাছে। দু’জনের মধ্যে সম্পর্ক তিক্ততায় ভরে ওঠে। কিন্তু পরে সহমর্মিতা দিয়ে ও ভালবাসা দিয়ে সেই সম্পর্ক ফের জোড়া লাগে সুজ়ানের মা জ়রীন খানের দৌলতে। তাঁর প্রয়াণে এ বার হৃতিকের মা পিঙ্কি রোশন জানালেন কোন তথ্য?

Advertisement

দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জ়রীন খান। গত ৭ নভেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত হন জ়রীন। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর অদ্ভুত শূন্যতা অনুভব করছেন তাঁর মেয়ে ও হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজ়ান। বার বার কান্নায় ভেঙে পড়ছেন। তাঁর মায়ের মৃত্যুতে স্বজনবিয়োগের কষ্ট পেয়েছেন বলিউডের অনেকেই। ঠিকই একই রকম কষ্ট পেয়েছেন প্রাক্তন বেয়ান পিঙ্কি রোশনও।

হৃতিকের মা জানান, তিনি ও জ়রীন ছিলেন প্রাণের বন্ধু। যেদিন তাঁদের ছেলেমেয়েরা স্বামী-স্ত্রী হল, সেই দিনটা ছিল তাঁদের জন্য অত্যন্ত সুখের দিন। ঠিক একই ভাবে দু’জনের বিচ্ছেদে একে অপরকে জড়িয়ে কেঁদেছেন তাঁরা। আবার একে অপরকে উষ্ণ আলিঙ্গন করে সামাল দিয়েছেন মনের কষ্ট। পিঙ্কি সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমাদের ছেলেমেয়েরা যখন জীবনের কঠিন সময়ের মধ্যে যাচ্ছে, আমরা তখন ঘৃণার বদলে একে অপরের প্রতি সহমর্মী হয়েছি। ওদের সম্পর্ক বিষিয়ে যেতে পারত। কিন্তু জ়রীন তা হতে দেয়নি। এখনকার পৃথিবীতে লোকে থেরাপি নেয়, মনোবিদের কাছে যায়। যে মানুষ জ়রীনকে চেনে, সে এমনিতেই দিশা পাবে জীবনে।’’

Advertisement
আরও পড়ুন