Agastya Nanda

শেষ মুহূর্তে পিছিয়ে গেল নাতি অগস্ত্যের ছবির মুক্তি, কী কারণে কোপ? কারণ জানালেন অমিতাভ

শেষ মুহূর্তে পিছিয়ে গেল অগস্ত্য নন্দ অভিনীত ‘ইক্কিস’। কেন? এ বার নাতির হয়ে ময়দানে নামলেন দাদু অমিতাভ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৭

ছবি: সংগৃহীত।

ধর্মেন্দ্রের শেষ ছবি ‘ইক্কিস’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। কথা ছিল, ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কিন্তু, শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। সমালোচকদের মতে, বক্সঅফিসে রণবীর সিংহ, অক্ষয় খন্না অভিনীত ‘ধুরন্ধর’ ঝড়ের আবহেই এমন সিদ্ধান্ত। এ বার নাতির হয়ে মুখ খুললেন অমিতাভ।

Advertisement

একে ধুন্ধুমার চলছে ‘ধুরন্ধর’ নিয়ে। ইতিমধ্যে এই ছবি ৬০০ কোটি পার করে ফেলেছে বক্সঅফিসে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডের বহু প্রতীক্ষিত রোম্যান্টিক সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা’র রিলিজ। ‘ইক্কিস’-এর সঙ্গেই ২৫ ডিসেম্বর সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কার্তিক ও অনন্যার ছবি নির্ধারিত সময়ে মুক্তি পেলেও তারিখ বদল হল ‘ইক্কিস’-এর। এ বার ছবি মুক্তি পাবে নতুন বছরে। নতুন বছরে, ১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

‘ধুরন্ধর’-ঝড় এড়াতেই কি মুক্তি পিছিয়ে গেল অগস্ত্যের ছবির? সমাজমাধ্যমের পাতায় অমিতাভ লেখেন, ‘‘প্রথমে ২৫ ডিসেম্বর ছিল, পরে ২৬ তারিখ ঠিক হল। এখন ১ জানুয়ারি স্থির করা হয়েছে। জ্যোতিষবিদ্যা যাঁরা মানেন, তাঁদের ধারণা ওটাই শুভ তারিখ। ও দিন সব ভাল হবে। সব ভাল হোক, সেটাই চাই।’’ এই ছবিতে লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের চরিত্রে দেখা যাবে অগস্ত্যকে। মাত্র একুশ বছর বয়সে যুদ্ধে মারা যান তিনি। তাঁর বীরত্বের কাহিনিই পর্দায় তুলে ধরেছেন পরিচালক শ্রীরাম রাঘবন।

Advertisement
আরও পড়ুন