Ranojoy Bishnu

‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক নিয়ে ধোঁয়াশা, রণজয়ের সঙ্গে কি সত্যিই আলোচনা হল প্রযোজকের?

অভিনেতা রণজয় বিষ্ণুকে নাকি দেখা যাবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে, যা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ কেউ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৩:১৪
সত্যি কি নতুন  আর্য হচ্ছেন রণজয় বিষ্ণু?

সত্যি কি নতুন আর্য হচ্ছেন রণজয় বিষ্ণু? ছবি: সংগৃহীত।

নতুন নায়ককে নিয়েই কি নতুন করে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং শুরু হবে এ বার? দর্শকমহলে প্রশ্ন আসছে ঘুরে ঘুরে। কিন্তু কারও তরফেই কোনও উত্তর আসেনি এখনও। ধারাবাহিকে দেখানো হচ্ছে, হাসপাতালে ভর্তি রয়েছে আর্য। হাসপাতাল থেকে ছাড়া পাবে কোন নায়ক? সত্যিই কি রণজয় বিষ্ণুর সঙ্গে কোনও বৈঠক হল?

Advertisement

সূত্র বলছে, বুধবার রণজয় গিয়েছিলেন ‘এসভিএফ’-এর অফিসে। প্রযোজক সংস্থার কর্ণধারের সঙ্গে এই ধারাবাহিক নিয়েই কথা হয়েছে, না কি অন্য কিছু নিয়ে আালোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, জীতু ইতিমধ্যেই নাকি অনাপত্তিপত্র জমা দিয়েছেন। দর্শক তো ইতিমধ্যেই রণজয়কে আর্য লুকে ভাবতেও শুরু করে দিয়েছে। এ প্রসঙ্গে রণজয়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর থেকে উত্তর পাওয়া যায়নি।

শোনা যাচ্ছে, রণজয়ের কাছে প্রাথমিক ভাবে প্রস্তাব গেলেও এখনও চূড়ান্ত কিছু হয়নি। সূত্রের খবর, প্রোডাকশনের অন্দরেও নাকি জীতুর প্রতি বিরক্তি তৈরি হয়েছিল বিগত কিছু দিন। কিন্তু এই বিতর্কের পর ধারাবাহিকের সঙ্গে জড়িত কেউই কোনও কথা বলতে রাজি নন। সোমবার মিটিংয়ের পর মঙ্গলবার থেকে স্বাভাবিক ভাবে শুটিং হচ্ছে। দিতিপ্রিয়াও নির্দিষ্ট সময়ে এসেছেন কাজে। এখন নতুন আর্যকে দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
আরও পড়ুন