Amrish Puri Death Anniversary

বাড়তি খরচ মোটেই পছন্দ ছিল না, অমরীশ পুরীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জ্যাকি শ্রফের

বলিপাড়ার খলনায়ক হিসাবে পরিচিত ছিলেন তিনি। বহু নায়কের সঙ্গে মারপিটের দৃশ্যে দেখা গিয়েছে অভিনেতা অমরীশকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৩:০৮
অমরীশ পুরীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধার্ঘ জ্যাকি শ্রফের।

অমরীশ পুরীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধার্ঘ জ্যাকি শ্রফের। ছবি: সংগৃহীত।

রাগী চোখ, ভারী গলার স্বর, একসময় বলিপাড়ার খলনায়ক হিসাবে পরিচিত ছিলেন তিনি। বহু নায়কের সঙ্গে মারপিটের দৃশ্যে অনুরাগীরা দেখেছে তাঁকে। ১২ জানুয়ারি, অভিনেতা অমরীশ পুরীর ২১তম মৃত্যুবার্ষিকী। ৪৫০-এরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রয়াত অভিনেতার মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানালেন অভিনেতা জ্যাকি শ্রফ।

Advertisement

বিশেষ কিছু লেখেননি জ্যাকি। নিজের সমাজমাধ্যমে প্রবীণ অভিনেতার একটি সাদাকালো ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে অমরীশের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীর তারিখ উল্লেখ করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর এতগুলো দিন কেটে গেলেও বার বার বিভিন্ন ক্ষেত্রে তাঁর কথা উঠে আসে।

এক বার অভিনেতা সৌরভ শুক্লও অমরীশের অদ্ভুত অভ্যাসের কাহিনি শুনিয়েছিলেন। রূপসজ্জাশিল্পী ছাড়া তাঁর কোনও সহকারী বা পরিচারক ছিলেন না! পরিচারক রাখার কথা উঠলেই তিনি নাকি রে রে করতেন। সেই কাহিনি শোনাতে গিয়ে অভিনেতা বলেছিলেন, “কয়েকটি ছবিতে অনিল কপূর-অমরীশ পুরীর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। তখনই কাছ থেকে দেখি অমরীশজিকে। নিজেই গাড়ি চালিয়ে আসতেন। সহকারী বলতে একজন রূপসজ্জাশিল্পী। আর কেউ না! দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম।”

পরে কারণও জানতে পেরেছিলেন অভিনেতা। গম্ভীর গলায় অমরীশ জানিয়েছিলেন, কষ্ট করে উপার্জন করা অর্থ সহকারী রেখে তাঁদের দিয়ে শেষ করতে চান না তিনি।

Advertisement
আরও পড়ুন