Kangana Karan Controversy

পায়ের কাছে বসে ৮০ বছরের বৃদ্ধ, কঙ্গনা রনৌতের কোন ব্যবহারে ধেয়ে এল সমালোচনা

সম্প্রতি নিজেই জানিয়েছেন রাজনীতিতে এতটা সময় দিতে হবে, ভাবতে পারেননি। ফের বিজেপি সাংসদ কঙ্গনার কর্মকাণ্ডে কটাক্ষ নেটপাড়ায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:০১
Kangana Ranaut under criticism for what she did with an eighty years old man at her constituency

ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

রাজনীতি যে খুব একটা ভাল লাগছে না আগেই স্বীকার করেছেন কঙ্গনা রনৌত। নালা পরিষ্কার করা বা রাস্তা মেরামত করার মতো সমস্যা নিয়ে তাঁর দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, যা মোটেই পছন্দ হচ্ছে না কঙ্গনার। রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন তিনি। তার এই মন্তব্যের জেরে নাকি অসন্তুষ্ট পদ্ম শিবির। এ বার ৮০ বছরের বৃদ্ধের সঙ্গে কঙ্গনার ব্যবহার ভাল ভাবে গ্রহণ করেননি নেটপাড়ার একাংশ। বিজেপি সাংসদকে নিয়ে কটাক্ষ নেটপাড়ায়।

Advertisement

গত বছর হিমাচলপ্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা। কিন্তু কাজের চাপ এমনই, তিনি খুশি নন। বরং সাংসদ-অভিনেত্রী মনে করছেন তাঁর তুলনায় বিধায়ক পঞ্চায়েত প্রধানদের অবস্থাও ভাল। এ বার প্রকাশ্যে তাঁর সংসদীয় এলাকায় এক জনসভার ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, এক বৃদ্ধ অভিনেত্রী পায়ের কাছে বসে তাঁর সমস্যা সমাধানের জন্য বার বার সাহায্য চাইছেন। বিরক্ত কঙ্গনাকে বলতে শোনা যায়, ‘‘আপনার এই সমস্যাগুলি মুখ্যমন্ত্রী দেখার কথা। তাঁর কাছে আবেদন করুন।’’

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে কঙ্গনাকে কেউ দুর্বিনিত বলেছেন। কেউ আবার আগাম জানান, হয়তো রাজনীতিতে থাকতে চাইছেন না বলেই এমন সব কাণ্ড ঘটাচ্ছেন। রাজনীতি নিয়ে পর পর এমনই সব বিতর্কিত মন্তব্য করে চলেছেন কঙ্গনা। রাজনীতিতে পরিশ্রম করতে হয় ঠিকই। তবে এত পরিশ্রম আশা করেননি তিনি। তাই তিনি বলেছেন, “আমি ভাবিনি, এতটা পরিশ্রম করতে হয়। আমাকে যখন কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন জানানো হয়, ৬০-৭০ দিন সংসদে উপস্থিত থাকলেই হবে। বাকি দিনগুলোয় নিজের কাজ করা যাবে।’’

Advertisement
আরও পড়ুন