Kannad actress Ranya Rao smuggling case

সোনা পাচার করতে গিয়ে পুলিশের জালে অভিনেত্রী! কী জানালেন তাঁর আইপিএস আধিকারিক বাবা?

রান্যা রাও সম্পর্কে কন্নড় আইপিএস আধিকারিক কে রামচন্দ্র রাওয়ের কন্যা। নিজের মেয়ের সম্পর্কে ওঠা অভিযোগের বিষয় থেকে নিজেকে দূরে রাখার কথাই জানিয়েছেন দুঁদে পুলিশ আধিকারিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৬:৫৯
Kannad actress Ranya Rao’s father IPS officer Dr Ka Ramachandra Rao reacted to the gold smuggling incident

অভিনেত্রী রান্যা রাও। ছবি: সংগৃহীত।

১২ কোটি টাকার সোনা নিয়ে বিমানে ওঠার পরিকল্পনা ছিল কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের। সম্পর্কে তিনি আবার এক আইপিএস আধিকারিকের কন্যা। একেবারে শেষ মুহূর্তে তাঁকে গ্রেফতার করে রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স, ডিআরআই)।

Advertisement

এই ঘটনার কথা জানার পরেই রান্যার বাবা কন্নড় আইপিএস আধিকারিক ডক্টর কে রামচন্দ্র রাও দাবি করেছেন, মেয়ের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও রকমের যোগ নেই। মাস চারেক আগে রান্যার বিয়ে হয়ে গিয়েছে। তার পর থেকে মেয়ের সঙ্গে তাঁদের আর কোনও যোগাযোগ নেই। রামচন্দ্র বলেন, “মেয়ে বা তার স্বামী কী ব্যবসা করেন, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। যা ঘটেছে, তা আমাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা খুবই হতাশ। তবে আইন আইনের পথেই চলবে।”

উল্লেখ্য, রান্যা যে সোনা পাচারের পরিকল্পনা করেছেন, তার খবর যায় ডিআরআই-এর কাছে। সঙ্গে সঙ্গে তাদের একটি দল বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছোয়। ৩ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। ৪ মার্চে তাঁকে আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে ১৮ মার্চ পর্যন্ত থাকবেন তিনি।

রান্যা জানিয়েছেন, তিনি ব্যবসা সংক্রান্ত একটি কাজে দুবাই যাচ্ছিলেন। নির্দিষ্ট সীমার থেকে অনেক বেশি সোনা নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর কাছে মোট ১৪.৮ কেজি সোনা ছিল।

Advertisement
আরও পড়ুন