বড়পর্দায় কর্ণের ‘কভি খুশি কভি গম ২’! ছবি: সংগৃহীত।
২০২৩ সালে কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ প্রশংসিত হয়েছিল। বহু বছর পরে বলিউডে ফের কোনও ‘ফ্যামিলি ড্রামা’ পছন্দ হয়েছিল দর্শকের। তাই এই ঘরানাতেই ফের মন দিতে চাইছেন কর্ণ। সেই জন্যই নাকি এ বার বড়পর্দায় তিনি ফিরিয়ে আনতে চলেছে ‘কভি খুশি কভি গম ২’। মুম্বইয়ের টিনসেল টাউনে এমনই গুঞ্জন।
বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির সাফল্যের পরেই ফের পারিবারিক ছবি বানানোর পরিকল্পনা করেছেন কর্ণ জোহর। এখনও পর্যন্ত যা যা ছবি তৈরি করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় মাপের ছবি হতে চলেছে এটি। খুব শীঘ্রই ছবির চিত্রনাট্য নিশ্চিত করা হবে বলেও জানা গিয়েছে। ২০২৬-এই নাকি ছবির প্রি-প্রোডাকশন শুরু হয়ে যাবে। ২০২৬-এর শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা, এমনও শোনা যাচ্ছে।
‘কভি খুশি কভি গম ২’ হিসাবে ছবিটি তৈরির কথা ভাবলেও, শেষপর্যন্ত এই ছবির নাম কী হবে, তা এখনও ঠিক হয়নি। এই ছবিতেও দু’জন নায়ক ও দু’জন নায়িকা থাকবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কারা অভিনয় করবেন, সেই খোঁজ শুরু করেছেন কর্ণ। ২০০১ সালে ‘কভি খুশি কভি গম’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কপূর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাই এই ছবিতে কাদের দেখা যাবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে ছবির খবর ছড়াতেই নিন্দকেরা বলছেন, “কিছু জিনিসের দ্বিতীয় ভাগ হয় না। কর্ণ জোহর নিজের একটা ভাল সৃষ্টি নিজেই নষ্ট করতে চলেছেন। এই ছবি মোটেই প্রথমটার মতো হবে না।”